সংবাদদাতা, রায়গঞ্জ ও শিলিগুড়ি : বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার। খুনের হুমকি। প্রাণ বাঁচাতে ভারতে প্রবেশ করে বিএসএফএর হাতে ধরা পড়ল বাংলাদেশের নাবালিকা ও এক যুবক। প্রথমটি উত্তর দিনাজপুরের চোপড়ার ফতেপুরের ঘটনা। দ্বিতীয়টি রাজগঞ্জের ঘটনা। চোপড়ার হোমে পাঠানো হয়েছে নাবালিকাকে। মঙ্গলবার রাতে ভারতে প্রবেশ করে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা নাবালিকা। জানা গিয়েছে, তার পরিবার ইসকনের ভক্ত।
আরও পড়ুন-বিদ্বেষের রাজনীতি নয়, মিলনের মন্ত্রে উজ্জীবিত বাংলা
অভিযোগ, শুধুমাত্র এই অপরাধেই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। বাবা-মা দুজনেই অসুস্থ। তাই মেয়েকে বাঁচাতে কী করবেন তা বুঝতে পারছিলেন না তাঁরা। শেষে মেয়েকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেন তাঁরা। পরিকল্পনা ছিল, জলপাইগুড়ির বেলাকোবায় এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দেওয়া। সেই কারণেই মঙ্গলবার রাতে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতের চোপড়ায় প্রবেশ করে নাবালিকা। কিন্তু জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। একইভাবে ওই বাংলাদেশী যুবক জীবন বর্মন নদীর সেতুর নিচ দিয়ে ভারতে প্রবেশ করার সময় তাকে ধরে ফেলে বিএসএফ। ধৃতকে বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়। তবে তাকে জিজ্ঞাসাবাদ করার পর সেই ব্যক্তি জানায় বাংলাদেশে হিন্দু দের ওপর অত্যাচার সহ্য করতে না পেরেই ভারতে পালিয়ে আসার সিদ্ধান্ত নেয় জীবন বর্মন ।