জাতীয়

রিজিজুর কুরুচিকর মন্তব্য নিয়ে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হবে, ঘোষণা তৃণমূল কংগ্রেসের

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: ফের নিম্নরুচির পরিচয় দিলেন মোদি সরকারের মন্ত্রী৷ কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর দাবি, বিরোধী শিবিরের সাংসদদের কেউই সংসদের সদস্য হওয়ার যোগ্য নন৷ তাঁর এই মন্তব্যের প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধী শিবির৷ এই প্রসঙ্গে সবার আগে প্রতিবাদ জানাতে এগিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস৷ নয়াদিল্লিতে দলীয় সূত্রের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর অপমানজনক মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে সংসদে স্বাধিকারভঙ্গের নোটিশ পেশ করবে তৃণমূল কংগ্রেস৷ সূত্রের দাবি, তৃণমূলের তরফে আনা স্বাধিকারভঙ্গের প্রস্তাবে সম্মতি জানাতে পারে বিরোধী শিবিরের অধিকাংশ রাজনৈতিক দল৷ এই প্রস্তাব গৃহীত হলে আরও একবার প্রবল শাসক-বিরোধী দ্বৈরথ দেখা যেতে পারে সংসদের উচ্চকক্ষে৷
ঘটনা হল, বিরোধীদের আক্রমণের মুখে এবার মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রীরাও লাগাতার মেজাজ হারাতে শুরু করেছেন৷ ব্যক্তিগত আক্রমণ থেকে অপমানজনক কথাবার্তা, বাদ যাচ্ছে না কিছুই।

আরও পড়ুন-খুনের হুমকি পেয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকতেই ধৃত দুই

প্রকৃতপক্ষে নানা ছুতোয় সংসদ চলতে দিচ্ছে না সরকারপক্ষই৷ প্রতিদিনই বিভিন্ন কারণ দেখিয়ে পরিকল্পিত হই-হট্টগোল করে সংসদের দুই কক্ষের অধিবেশন মুলতুবি করতে বাধ্য করছে ট্রেজারি বেঞ্চ৷ এই ঘটনা সহ্য করতে নারাজ বিরোধী শিবির৷ সংসদ চলতে না দেওয়া এবং সভা পরিচালনায় অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী শিবিরের সাংসদরা৷ তাঁদের দাবি, দিনের পর দিন একইভাবে সংসদ অচল করে প্রকৃতপক্ষে সংসদীয় গণতন্ত্রকে খুন করছে এই সরকার৷ এই অভিযোগকে হাতিয়ার করে বুধবার রাজ্যসভার অধিবেশনে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুকে চেপে ধরেন বিরোধী শিবিরের সাংসদরা৷ এই সময়েই রিজিজু দাবি করেন, বিরোধীরা রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনার কথা বলছেন, তা পুরোপুরি অনৈতিক৷ রিজিজুর এই দাবিকে নস্যাত্‍ করে ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির৷ রাজ্যসভার চেয়ারম্যান পদে বসেও যেভাবে শাসক শিবিরের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন জগদীপ ধনকড়, তা মানা হবে না বলে সাফ জানায় বিরোধী শিবির৷ এর পরেই বিরোধী সাংসদদের উদ্দেশে অপমানজনক তির্যক মন্তব্য করেন কিরেণ রিজিজু৷ বিরোধী সাংসদদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সংসদীয় মন্ত্রী হিসাবে কার্যত নিজের অযোগ্যতাই প্রমাণ করলেন রিজিজু।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

35 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago