স্টার ক্যাম্পেনার নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

১০ মার্চ ব্রিগেডের জনগর্জনের সভা থেকে প্রার্থী ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। দু’সপ্তাহ জুড়ে প্রচারে ঝড় উঠেছে।

Must read

১৯ এপ্রিল লোকসভা ভোটের প্রথম পর্বের নির্বাচন বাংলায়। ১০ মার্চ ব্রিগেডের জনগর্জনের সভা থেকে প্রার্থী ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। দু’সপ্তাহ জুড়ে প্রচারে ঝড় উঠেছে। প্রথম পর্বের নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস তার স্টার ক্যাম্পেনার বা তারকা প্রচারকদের নাম ঘোষণা করল। তালিকায় রয়েছেন—

আরও পড়ুন-দিনের কবিতা

১. মমতা বন্দ্যোপাধ্যায়।
২. সুব্রত বক্সি।
৩. অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৪. সুদীপ বন্দ্যোপাধ্যায়।
৫. সৌগত রায়।
৬. শোভনদেব চট্টোপাধ্যায়।
৭. কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
৮. মলয় ঘটক।
৯. মানসরঞ্জন ভুঁইয়া।
১০. অরূপ বিশ্বাস।
১১. ব্রাত্য বসু।
১২. ফিরহাদ হাকিম।
১৩. চন্দ্রিমা ভট্টাচার্য।
১৪. শতাব্দী রায়।
১৫. দীপক অধিকারী (দেব)।
১৬. মমতাবালা ঠাকুর।
১৭. মনোজ তিওয়ারি
১৮. পার্থ ভৌমিক।
১৯. ডাঃ শশী পাঁজা।
২০. স্নেহাশিস চক্রবর্তী।
২১. বীরবাহা হাঁসদা।
২২. ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
২৩. অম্বরীশ সরকার।
২৪. প্রতিমা মণ্ডল।
২৫. কুণাল ঘোষ।
২৬. সায়নী ঘোষ।
২৭. জুন মালিয়া।
২৮. রাজ চক্রবর্তী।
২৯. ইউসুফ পাঠান।
৩০. বিবেক গুপ্ত।
৩১. সোহম চক্রবর্তী।
৩২. ডাঃ শান্তনু সেন।
৩৩. সমীর চক্রবর্তী।
৩৪. অদিতি মুন্সি।
৩৫. মোশারফ হোসেন।
৩৬. জয়প্রকাশ মজুমদার।
৩৭. দেবাংশু ভট্টাচার্য।
৩৮. সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
৩৯. রচনা বন্দ্যোপাধ্যায়।
৪০. সৌরভ দাস।

Latest article