প্রতিবেদন : নির্বাচনের বাংলার রাজ্যপাল নয়া পোর্টাল ‘লগ সভা’ শুরু করেছেন। সে নিয়েই বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনে (Election Commission of India) অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, রাজভবনে বোসে রাজ্যপাল নিজস্ব নির্বাচনী ব্যবস্থা চালাচ্ছেন। কমিশন থাকা সত্ত্বেও আলাদা পোর্টাল খুলেছেন। এই পোর্টাল অগণতান্ত্রিক, বেআইনি এবং নির্বাচনবিধি লঙ্ঘন করেছে। রাজ্যপাল এক্স-হ্যান্ডেলে তার বিজ্ঞাপনও করেছেন। সংবিধানে স্পষ্ট বলা রয়েছে, নির্বাচনে রাজ্যপালের কোনও ভূমিকা নেই। কমিশন যদি প্রয়োজন মনে করে তবেই কোনও পদক্ষেপ করবেন রাজ্যপাল। তারপরেও কমিশন কেন বোসের বিরুদ্ধে পদক্ষেপ করছে না। কমিশন সুষ্ঠুভাবে ভোটের জন্য অভিযোগ জানাতে অনলাইন ব্যবস্থাও চালু করেছে। এরপর বোসের এই পদক্ষেপ ভোটারদের ধন্দে ফেলবে। অবিলম্বে রাজ্যপালকে এই পোর্টাল বন্ধ করতে নির্দেশ দিক কমিশন। পঞ্চায়েত ভোটের সময়ও রাজ্যপাল একইভাবে পদক্ষেপ করেছিলেন যাতে সমস্যা তৈরি হয়েছিল। এবারও সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা। ১২ পাতার চিঠিতে কমিশনকে (Election Commission of India) তৃণমূলের পক্ষে বলা হয়েছে, রাজ্যপাল তাঁর সীমাবদ্ধতা মানছেন না। কমিশনের উচিত পদক্ষেপ করা।
আরও পড়ুন- এবার বুঝি নোংরা খেলা চরম পর্যায়ে?