সংবাদদাতা, দুর্গাপুর : বৃহস্পতিবার খনি অঞ্চলের ৩টি ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল। বাকি ৮টি পঞ্চায়েতের বোর্ড গঠন হবে আজ, শুক্রবার। বোর্ড গঠন ঘিরে কোথাও কোন অশান্তি হয়নি বলে দাবি প্রশাসনের। বৃহস্পতিবার অন্ডাল, পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েতে সম্পূর্ণ হয় বোর্ড গঠন প্রক্রিয়া।
আরও পড়ুন-অভিষেকের আইনজীবীর চিঠির জের, বেকায়দায় পড়ে এবার ছুটে বেড়াচ্ছেন সেলিম
এর মধ্যে অন্ডাল ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ৪টি করে ও পাণ্ডবেশ্বর ব্লকের ৬টি পঞ্চায়েতে বোর্ড গঠন হয় বৃহস্পতিবার। নির্ধারিত সময়ের অনেক আগেই পঞ্চায়েত অফিসগুলির বাইরে তৃণমূল কর্মী-সমর্থকদের বড় জমায়েত দেখা যায়। বোর্ড গঠন ঘিরে যাতে কোনও অশান্তি না হয় সেই জন্য সকাল থেকেই পঞ্চায়েত অফিসগুলির সামনে ছিল পুলিশ মোতায়েন। পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর কেন্দ্রা, বহুলা, ছোড়া, হরিপুর ও নবগ্রাম এবং দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা, গৌড়বাজার, প্রতাপপুর ও জেমুয়া পঞ্চায়েতগুলির সবক’টিতেই বোর্ড গঠন করে তৃণমূল।
আরও পড়ুন-১২ লাখে নতুন ভবন, রোজ ২৫০ মানুষ বসে খেতে পারবেন, বর্ধমান হাসপাতালে হল মা ক্যান্টিন
দুটি ব্লকের ৮টি পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন সর্বসম্মতিক্রমে। কোথাও ভোটাভুটির প্রয়োজনই হয়নি। একই দিনে বোর্ড গঠন হয় অন্ডাল ব্লকের অন্ডাল, কাজোড়া, খান্দরা ও উখড়া গ্রাম পঞ্চায়েতে। সবক’টি বোর্ডই গড়ে তৃণমূল।