হাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূল

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার : একই দিনে দুই জেলায় হাতির (Elephant) তাণ্ডব। ভাঙল ঘর, বাড়িছাড়া পরিবার। রবিবার সকালে জলপাইগুড়ির তেশিমালা চা-বাগানে ঢুকে পড়ে একটি হাতির দল। ভোরবেলা গরুমারা জঙ্গল থেকে ৯টি হাতির (Elephant) একটি দল চা-বাগান দাপিয়ে বেড়ায়। তিনটি হাতি বনে ফিরে গেলেও বাকি ৬টি হাতিই রয়েছে চা-বাগানে। খবর পেয়ে ঘটনাস্থনে পৌঁছন বন দফতরের কর্মীরা। উৎসাহী মানুষ হাতি দেখতে ভিড় জমালে বন দফতরের তরফে সতর্ক করা হয়। পাশাপাশি শনিবার গভীর রাতে হাতির হানায় তছনছ হয়ে যায় ঘর। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে ঘর ছেড়ে পালান মালিক। কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চা-বাগানের দুলু লাইনের ঘটনা। বক্সার জঙ্গল থেকে বেরিয়ে, দুলু লাইনের বাসিন্দা লালমণি মাহালির শোবার ঘরে গভীর রাতে হানা দেয় একটি জংলি হাতি। হাতির উপস্থিতি টের পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যান লালমণি। খবর পেয়ে সকালবেলা লালমণির বাড়িতে পৌঁছে যান জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইক। ঘর মেরামতের যাবতীয় সাহায্যের আশ্বাস দেন।

আরও পড়ুন: ঐক্যের বার্তা দিয়ে শুরু জেলা সম্মেলন

Latest article