প্রতিবেদন : ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির বৈঠক হল রবিবার। ২০২৩-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সাংগঠনিক শক্তি বাড়াতে নামছে দল। রবিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী দু মাসের মধ্যে বুথস্তর পর্যন্ত সংগঠনকে ঢেলে সাজানো হবে। তৈরি হবে জেলা কমিটি, ব্লক কমিটি ও বুথ কমিটি।
আরও পড়ুন-বিজেপি ৫০ আসন পাবে : নীতীশ
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবারের মধ্যে জেলার কনভেনারদের নাম ঘোষণা করা হবে। সাতদিনের মধ্যে জেলা কমিটি তৈরি হবে। এরপর হবে ব্লক কমিটি। তার ৪৫ দিনের মধ্যে হবে ত্রিপুরার সব ক’টি জেলার বুথ কমিটি গড়ে ফেলা হবে। ত্রিপুরার দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় ও কো-ইনচার্জ সাংসদ সুস্মিতা দেব দলের রাজ্য কমিটির সদস্যদের এদিন নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আগামী দিনে ত্রিপুরার স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক আন্দোলন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস।