বিজেপি ৫০ আসন পাবে : নীতীশ

পাটনায় জেডিইউ’র জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী নীতীশ স্পষ্ট বলেছেন, ২০২৪ লোকসভা নির্বাচনে ৫০টি আসনেই আটকে যাবে বিজেপি।

Must read

প্রতিবেদন : বিহারে ইতিমধ্যেই বিজেপি-মুক্ত সরকার গড়েছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। এক সময় বিজেপির জোটসঙ্গী হলেও সম্প্রতি তিনি গেরুয়া দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। পাটনায় জেডিইউ’র জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী নীতীশ স্পষ্ট বলেছেন, ২০২৪ লোকসভা নির্বাচনে ৫০টি আসনেই আটকে যাবে বিজেপি।

আরও পড়ুন-অগ্নিযুগের বাঙালিনিরা

তবে এর জন্য সমস্ত বিরোধী দলকে একসঙ্গে লড়াই করতে হবে। বিজেপিকে দেশ ছাড়া করার অভিযানে তিনি নিজে শামিল হবেন। তাঁর একমাত্র লক্ষ্য বিরোধীদের ঐক্যবদ্ধ করে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো।
সোমবার দু’ দিনের দিল্লি সফরে যাচ্ছেন নীতীশ। বিরোধী দলগুলিকে এক ছাতার তলার আনার এই যে কথা নীতীশ বলেছেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করে নীতীশ বলেন, দশেরার সময় বিহারে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছেন শাহ।

Latest article