পঞ্চায়েত ভোটের (Panchayat election) গণনা সম্পূর্ণ হয়নি। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে হিংসার খবর আসছে। এবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে খবর এল তৃণমূল এক নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ পরে থাকতে দেখা যায় । গোটা ঘটনা বিজেপির দিকে নিশানা করছে তৃণমূল।
আরও পড়ুন-মাউন্ট এভারেস্টের কাছে পর্যটকদের কপ্টার ভেঙে মৃত ৬
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কাশিনগর গ্রামপঞ্চায়েতের চাঁদপাশা গ্রামে নিহত তৃণমূল কর্মী বিপ্লব হালদার (৩৫)। এখানে স্থানীয় বুথে বিজেপি প্রার্থী জয়ী হন। তারপর শাসক ও গেরুয়া শিবিরের মধ্যে চরম সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন-৭৮ বছর বয়সে পুত্রশোক পেলেন অভিনেতা বরুণ চন্দ
তৃণমূলের তরফে এই মর্মে অভিযোগ করা হয়, অশান্তির জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বিপ্লববাবুকে কুপিয়ে খুন করে তিনি বিজেপির বিরুদ্ধে সামনে থেকে লড়াই করেছিলেন। তাই খুন করা হয়েছে বলে দাবি। সকালে বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় ওই তৃণমূল কর্মীর দেহ। পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ উদ্ধার করেছে।
এই নিয়ে টুইট করে শোক প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। লেখা হয়, ‘বিরোধী দলগুলির দ্বারা প্রজ্বলিত সহিংসতার আগুন, যার ফলে আমাদের প্রার্থী এবং দলের কর্মীরা জ্বলছে, পঞ্চায়েত নির্বাচনের শেষ পর্যন্ত অব্যাহত রয়েছে।
একটি মর্মান্তিক ঘটনায়, বিপ্লব হালদার, দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘি কাশিনগর জিপির চাঁদপাশা গ্রামের আমাদের দলীয় কর্মী, বিজেপি পশ্চিমবঙ্গের গুন্ডাদের দ্বারা নির্মমভাবে কুপিয়ে খুন হয়েছে।
প্রাথমিকভাবে, বিজেপি তাদের জয়ের তাড়নায় সহিংসতা অবলম্বন করেছিল কিন্তু এখন যেহেতু আমরা পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছি এবং একটি অপ্রতিরোধ্য নেতৃত্ব নিয়েছি, তাদের কাজগুলি নিছক প্রতিশোধ এবং প্রতিশোধ দ্বারা চালিত বলে মনে হচ্ছে।’