৭৮ বছর বয়সে পুত্রশোক পেলেন অভিনেতা বরুণ চন্দ

প্রাথমিকভাবে চিকিৎসকেরা ধরতে পারেননি অভীক চন্দের ঠিক কি আমস্যা হচ্ছিল। এই কারণেই চিকিৎসায় দেরি হয়ে যায় অনেকটাই

Must read

মঙ্গলবার ৭৮ বছর বয়সে পুত্রশোক পেলেন প্রবীণ অভিনেতা বরুণ চন্দ (Barun Chanda)। প্রয়াত হলেন বরুণ পুত্র অভীক চন্দ (Avik Chnada)। মাত্র ৫১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। অভীক চন্দ এক বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। লেখাপড়ায় সেরা ছিলেন অভীক। ছেলের প্রতি ছিল তার অকথ্য ভালোবাসা। তার প্রশংসা করতে অনেক ক্ষেত্রেই। জানা যাচ্ছে ফুসফুসে সংক্রমণের কারণেই মৃত্যু ঘটে তাঁর।

আরও পড়ুন-জঙ্গলমহল তৃণমূলের পাশেই আছে

প্রাথমিকভাবে চিকিৎসকেরা ধরতে পারেননি অভীক চন্দের ঠিক কি আমস্যা হচ্ছিল। এই কারণেই চিকিৎসায় দেরি হয়ে যায় অনেকটাই। সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকে সারা শরীরে। সেখান থেকেই সেপটিসেমিয়া হয়ে মারা যান অভীক। ছেলের অকাল প্রয়াণে খুবই ভেঙে পড়েছেন অভিনেতা। মনে করা হচ্ছে প্রাথমিক পর্যায় অসুখ ধরা পড়লে হয়তো তাঁকে এভাবে চলে যেতে হত না। এই বয়সে এসে পুত্রশোক সহ্য করা অভিনেতা ও তাঁর পরিবারর জন্য খুব কষ্টসাধ্য হয়ে উঠেছে। এই অবস্থায় শোকার্ত টলিপাড়া। সমবেদনা জানাচ্ছেন শুভাকাঙ্খীরা।

Latest article