জঙ্গলমহল তৃণমূলের পাশেই আছে

শান্তি এবং উন্নয়নের পক্ষেই রায় দিল জঙ্গলমহল। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মানুষ বুঝিয়ে দিলেন, এই বিজেপি আর না।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : শান্তি এবং উন্নয়নের পক্ষেই রায় দিল জঙ্গলমহল। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মানুষ বুঝিয়ে দিলেন, এই বিজেপি আর না। মঙ্গলবার বেলা যত গড়িয়েছে, ভোটের ফলাফল তত স্পষ্ট হয়েছে। চার জেলার ৬৩টি পঞ্চায়েত সমিতি এলাকার কোনও পঞ্চায়েতেই এককভাবে বোর্ড গঠন করতে পারছে না তারা। মুখ থুবড়ে পড়েছে বাম, কংগ্রেসও।

আরও পড়ুন-পুরুলিয়াতে কং দুর্গ ভেঙে খানখান

এই জয় জনগণের বলে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি বলেন, জঙ্গলমহলের মানুষ যেমন সরল, তেমনই শান্ত। বিজেপি ভুল বুঝিয়ে পরপর দুটি নির্বাচনে এখানে কিছুটা সাফল্য পেলেও মানুষ দেখেছেন, ওঁরা কোনও কাজ করতে চান না। অথচ তৃণমূল কর্মীরা সবসময় তাঁদের পাশে থেকেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ক্ষেত্রে দল দেখেন না, এটা মানুষ দেখেছেন। মানুষ ভোট দিয়েছেন সেই শান্তি ও উন্নয়নের পক্ষে। বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন বলেন, জঙ্গলমহল জুড়ে গত কয়েকবছরে যে কাজ হয়েছে, তা দেখেছেন মানুষ। তাই এলাকার কোনও পঞ্চায়েতেই বোর্ড গড়তে পারছে না তারা। গোহারান হারছে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদেও।

Latest article