পুরুলিয়াতে কং দুর্গ ভেঙে খানখান

পুরুলিয়া জেলায় সবুজ ঝড়ে মুখ থুবড়ে পড়ল গেরুয়া দুর্গ। গোটা জেলায় গ্রাম পঞ্চায়েতে ৩০০ আসনও পেল না তারা। পেল ২৯৫টি আসন।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : দু’বছরেই পায়ের তলার জমি হারাল তৃণমূল। পুরুলিয়া জেলায় সবুজ ঝড়ে মুখ থুবড়ে পড়ল গেরুয়া দুর্গ। গোটা জেলায় গ্রাম পঞ্চায়েতে ৩০০ আসনও পেল না তারা। পেল ২৯৫টি আসন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পুরুলিয়ায় সাড়ে পাঁচশোর বেশি আসন পেয়েছিল। জেলায় ৩৫টি পঞ্চায়েত দখল করেছিল তারা। বিধানসভা নির্বাচনেও জেলায় ৯টি আসনের মধ্যে ৬টি পেয়েছিল তারা।

আরও পড়ুন-সকল মা-মাটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

দু’বছরে মানুষ বুঝেছেন, কী ভুল করেছেন তাঁরা। তাই জেলায় এবার কোনও পঞ্চায়েতে এককভাবে বোর্ড গড়তে পারছে না তারা। মঙ্গলবার রাত অবধি জেলায় পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ফলাফল জানা যায়নি। যা ট্রেন্ড, কোনও পঞ্চায়েত সমিতি দখল করতে পারবে না তারা। মঙ্গলবার ফলাফল ঘোষণার পর বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা এমন বিপর্যয়ের কারণ ব্যাখ্যা পারেননি। তিনি বলেন, পর্যালোচনা হবে। নির্বাচন নিয়েও কোনও অভিযোগ জানাতে পারেননি তিনি। গণনাকেন্দ্রের বাইরেও সেভাবে দেখা যায়নি বিজেপি কর্মীদের।

Latest article