মেঘালয় থেকে তৃণমূল কংগ্রেস নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের সঙ্গে দেখা করলেন

মেঘালয় থেকে তৃণমূল কংগ্রেস নেতারা চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেছেন।

Must read

আজ, মেঘালয় (Meghalaya) থেকে তৃণমূল কংগ্রেস (TMC) নেতারা চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandhyopadhyay) সাথে দেখা করেছেন। এদিন সঙ্গে ছিলেন জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
.

প্রসঙ্গত উত্তরপূর্বের এই রাজ্যে কংগ্রেস থেকে সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দিলেন। মেঘালয়ে কংগ্রেসের ১৭ জন বিধায়ক ছিলেন। তাদের বিধায়কসংখ্যা এই মুহূর্তে দাঁড়াল পাঁচ। তৃণমূল এখন রাজ্যের প্রধান বিরোধী দলে পরিণত হলো।

আরও পড়ুন-মনবীর-লিস্টনদের চোখ এবার মুম্বইয়ে

এই নিয়ে বলা যায় রাতারাতি বিরোধী দল হিসেবে উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কংগ্রেসে রক্তক্ষরণের এটা আরেক গুরুত্বপূর্ণ অধ্যায়।

 

Latest article