তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লোকসভায় (Loksabha) লিখিত (written) প্রশ্নের (question) মাধ্যমে জানতে চেয়েছিলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির এমডি, সিএমডি, পূর্ণ সময়ের ডিরেক্টর পদে যে শূন্যস্থান (vacancy) রয়েছে তার সরকারি পরিসংখ্যান কত। তিনি আরও জানতে চান এইসব শূন্যপদ কেন্দ্রীয় সরকার কতদিনের মধ্যে পূরণ করবে সেই সংক্রান্ত তথ্য।
আরও পড়ুন-রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সাকেতের হয়রানি, নির্বাচন কমিশনে প্রতিবাদ জানাল তৃণমূল
অভিষেকের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী ড. ভাগবত কিসানরাও কারাড জানিয়েছেন, ৮ ডিসেম্বরের হিসেবে এখনও ৭২টি শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রক বা বিভাগের তরফে ফাঁকা শূন্যপদের সংখ্যা জানানো হয়। সেইমতো তাঁদের নিয়োগ করে কর্মিবর্গ মন্ত্রক।