৫ বছর পরে ত্রিপুরায় আসছেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় সঙ্গী । আগামিকাল বিকেলে তিনি পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে৷ ৭ই ফেব্রুয়ারী একটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-ফের ডিলিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেওয়া হবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তরফে
আজ ত্রিপুরা বিধানসভা ভোটের জন্য দলীয় ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। মহিলাদের জন্য একাধিক প্রকল্পের কথা এখানে প্রকাশ করা হয়েছে। মহিলাদের জন্য রয়েছে লক্ষ্মীর ভান্ডার। মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা, তফশিলী, উপজাতি পরিবারের মহিলাদের ১০০০ টাকা মাসে দেওয়ার কথা বলা আছে। প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা দেওয়ার কথা উল্লেখ করা আছে। এডিসি এলাকায় মহিলাদের নেতৃত্বাধীন মান্ডির প্রসঙ্গ রয়েছে।
আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন, অভিষেকের হাত থেকে তুলে নিলেন পতাকা
স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী, কৃষকবন্ধু প্রকল্পের কথাও বলা হয়েছে৷ ২.৪ লাখ কৃষককে ১০ হাজার টাকা বার্ষিক আর্থিক সহায়তা দেওয়া হবে। পুলিশ চেক পোস্ট বাড়ানো, মাদকের বিরুদ্ধে লড়াই নিয়েও বলা রয়েছে। প্রতিটি জেলায় ক্যান্সার কেয়ার ইউনিট, মা ও শিশুদের জন্য পুষ্টি কিট থাকার কথা উল্লেখ আছে। ইস্তাহারে বিদ্যুৎ, সড়কের কথা বলা হয়েছে।
আরও পড়ুন-৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি
চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের আর্থিক সহায়তার কথাও বলা আছে। মোট ১০’টি বিষয় উল্লেখ করা হয়েছে এই ইস্তাহারে। আগামী ৫ বছরে এমএসএমই এর সংখ্যা বাড়ানোর কথা রয়েছে৷ স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বছরে বাড়ানো হবে৷ বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে থাকছে ভিশন ত্রিপুরা ২০২৮। আগামী ৫ বছরে তৈরি হবে দু’লক্ষ কর্মসংস্থান৷ এক লাখ কর্মহীন যুবকদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে৷ ১০৩২৩ জন শিক্ষকদেরও দেওয়া হবে।