“গোয়ায় নতুন সূর্যোদয়ের জন্য, নতুন সকালের জন্য আসুন আমরা সকলে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করি। গোয়ার প্রতিটি মানুষ,বিভিন্ন সংস্থা ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মী-সমর্থরা যে যেখানে আছেন আসুন আমরা সকলে তৃণমূল কংগ্রেসের ছাতার নীচে সংঘবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াই গোয়ায়।” শনিবার সাতসকালে সোশ্যাল মাধ্যমে এভাবেই গোয়ার জনসাধারণ এবং রাজনৈতিক দলগুলিকে মুক্ত কন্ঠে দরাজ আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বান বিজেপির শাসনে গোয়া অনেক যন্ত্রণা পেয়েছে, আর নয়। হবে “গোয়াঞ্চি নভি সকাল”।
As I prepare for my maiden visit to Goa on 28th, I call upon all individuals, organisations and political parties to join forces to defeat the BJP and their divisive agenda. The people of Goa have suffered enough over the last 10 years. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2021
আগামী বছরের গোড়াতেই গোয়ায় বিধানসভা নির্বাচন। ত্রিপুরার পাশাপাশি তাই গোয়াও এখন দলের শীর্ষ নেতৃত্বর কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। উত্তরবঙ্গ সফর শেষে চলতি মাসের ২৮ তারিখ গোয়া যাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও। শুক্রবারই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় বর্ষীয়ান নেতা লুইজিনহ ফেলারিওকে দলের সর্বভারতীয় সহ সভাপতি করা হয়েছে। এই মূহুর্তে গোয়ায় তৃণমূল কংগ্রেসকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।
আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডার নথির আরও সরলীকরণের পথে রাজ্য সরকার
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরকে কেন্দ্র করে সাজো সাজো রব সেখানে। তাঁরা গোয়ায় পা রাখার আগেই সেখানে যাচ্ছেন সাংসদ সৌগত রায় ও বাবুল সুপ্রিয়। প্রতিদিনই কোনও না কোনও রাজনৈতিক দল থেকে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। দলের শীর্ষ নেতৃত্বর গোয়া সফরের সময়েও অনেক পরিচিত ও তাবড় রাজনৈতিক ও অন্য জগতের মানুষজনও যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। এই রাজনৈতিক আবহে গোয়া যাওয়ার আগেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম উদাত্ত আহ্বান গোয়ায় শোরগোল ফেলে দেবে বলেই নিশ্চিত দলের শীর্ষ নেতৃত্ব।