দিনহাটায় বিএসএফের (BSF) গুলিতে মৃত যুবক প্রেমকুমার বর্মনের(২৪) (Prem Kumar Barman)। দোষীদের শাস্তির দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishit Pramanik) ভেটাগুড়ির বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের (TMC) আজ বিক্ষোভ সমাবেশ ছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর, রবিবার (Sunday) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই নিয়ে সরব তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। টুইট বার্তায় এদিন তারা এই ঘটনার নিন্দা করেন।
আরও পড়ুন-‘ত্রিপুরায় বা মেঘালয়ে যে কোনও একটায় আমরা সরকার গড়ব’ বার্তা অভিষেকের
এদিন বিএসএফের (BSF) গুলিতে মৃত যুবক প্রেমকুমার বর্মনের মৃত্যু নিয়ে সোহম চক্রবর্তী টুইট করে লেখেন, ‘বিএসএফ কীভাবে একজন নিরীহ নিরস্ত্র মানুষের বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারে? প্রেম কুমার বর্মনের মৃত্যু পুরো রাজবংশী সম্প্রদায়কে শোকাহত করেছে। নিশীথ প্রামাণিককে পরিবারের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।’
How can the BSF use force against an innocent unarmed man?
The death of Prem Kumar Barman has shocked the entire Rajbangshi community.@BJP4India MP from Coochbehar @NisithPramanik must personally apologise to the family and ensure a fair investigation. https://t.co/yUZPET683F
— Soham Chakraborty (@myslf_soham) February 19, 2023
আরও পড়ুন-‘রাম-বাম চোরে-চোরে মাস্তুতো ভাই’ সাগরদিঘি থেকে বিরোধীদের নিশানা অভিষেকের
এদিন ডঃ কাকলি ঘোষ দস্তিদার লেখেন, ‘নিশীথ প্রামানিক নাগরিকদের নিরাপত্তা ও অধিকার অনাচারী কর্তৃপক্ষের হাতে আপস করে গৌরব থেকে দূরে সরে যায়। কোচবিহারের রাজবংশী প্রেম কুমার বর্মন বিএসএফের গুলিতে নিহত! কি অপরাধ ছিল তার? দায়িত্ব কে নেবে? আমরা উত্তর চাই!’
MoS Home @NisithPramanik snoozes away to glory as citizens’ safety & rights are compromised at the hands of lawless authority.
Prem Kumar Barman, a Rajbangshi from Coochbehar, was shot dead by the BSF!
What was his crime? Who will take responsibility? We demand answers! https://t.co/AjJB2NNMwo
— Dr. KakoliGDastidar (@kakoligdastidar) February 19, 2023
আরও পড়ুন-প্রয়াত বিশিষ্ট সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এই প্রসঙ্গে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য লেখেন, ‘নিশীথ প্রামানিক ও বিজেপি প্রেম কুমার বর্মনের মৃত্যু নিয়ে নীরব! ডিসেম্বরে একজন বিএসএফ জওয়ান নিরীহ রাজবংশী যুবককে লক্ষ্য করে ১৮০টি গুলি চালায়। নৃশংস কর্মকাণ্ডে কেন্দ্র খারিজ করলেও আমরা চুপ থাকব না! আমরা ন্যায়বিচার চাই!’
MoS @NisithPramanik & @BJP4Bengal‘s silence on the shooting of Prem Kumar Barman is deafening!
A BSF Jawan fired 180 pellets at the innocent Rajbangshi youth in December.
The Centre has been dismissive of the gruesome act, but we will not remain silent! WE WANT JUSTICE! https://t.co/2FQYA8EUiN
— Chandrima Bhattacharya (@Chandrimaaitc) February 19, 2023
এই প্রসঙ্গে ডঃ শশী পাঁজা বলেন, ‘রাজবংশী যুবক প্রেম কুমার বর্মনকে গুলি করার ঘটনায় কেন্দ্র নীরবতা বজায় রেখেছে। রাজবংশী সম্প্রদায়ের তাদের কোচবিহার এমপিতে প্রতিনিধি নাও থাকতে পারে কিন্তু তৃণমূলে তাদের প্রতিনিধি আছে। ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না!
The Centre has ensured radio silence on the shooting of a Rajbangshi youth, Prem Kumar Barman.
The Rajbangshi community may not have a representative in their Coochbehar MP @NisithPramanik, but they do have representatives in TMC.
We will not rest till justice is served! https://t.co/SGssZHIvvi
— Dr. Shashi Panja (@DrShashiPanja) February 19, 2023