নয়াদিল্লি : গুজরাত ইস্যু (Gujarat Issue) নিয়ে সোচ্চার তৃণমূল কংগ্রেস। সংসদের উভয়কক্ষে গুজরাতের মন্ত্রীর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে, দেশে মহিলাদের সুরক্ষা নিয়ে সংসদে আলোচনার দাবি তৃণমূলের। অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে তৃণমূল কংগ্রেস সহ একাধিক সাংসদকে সাসপেন্ড করা এবং তার জেরে বিরোধীদের টানা ৫০ ঘণ্টা ধরনা- অবস্থান নিয়ে উত্তাল ছিল সংসদ চত্বর। চলতি অধিবেশনের তৃতীয় সপ্তাহ থেকে মূল্যবৃদ্ধি, জিএসটি-সহ গুজরাতের মন্ত্রীর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগকেও হাতিয়ার করে সংসদে ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা এবং রাজ্যসভায় আলোচনার জন্য ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে দলের তরফে। লোকসভায় কাকলি ঘোষদস্তিদার মুলতুবি প্রস্তাব এবং রাজ্যসভায় দোলা সেন এবং মৌসম বেনজির নুর গুজরাত ইস্যু নিয়ে ২৬৭ ধারায় নোটিশ দিয়েছেন অন্যান্য সমস্ত আলোচনা বন্ধ রেখে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য।
আরও পড়ুন: প্রতারণার অঙ্ক ৭০০০ কোটি, পলাতক গুজরাতি ব্যবসায়ী
উল্লেখ্য, মোদির রাজ্য গুজরাতের (Gujarat Issue) গ্রামোন্নয়ন মন্ত্রী অর্জুন সিং চৌহানের কীর্তি উঠে এসেছে গোটা দেশের সামনে। মন্ত্রী অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি তালুকা পঞ্চায়েতের অন্তর্গত এক মহিলাকে দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আনেন খেদা জেলার মেহমেদাবাদ তালুকার প্রাক্তন প্রধান। যিনি ওই নির্যাতিতার স্বামী। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত সময়ে তাঁর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। গুজরাতের ইস্যু নিয়ে ট্যুইটারে মোদি-শাহের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। ট্যুইটারে তিনি লেখেন, ৫ বছর ধরে এক মহিলাকে আটকে রেখে লাগাতার ধর্ষণ করেছেন গুজরাত মন্ত্রিসভার সদস্য অর্জুন সিং। মাননীয় অধ্যক্ষজি সোমবার আপনি লোকসভায় এসে আগে বিরোধীদের বলতে দেবেন। যাতে আমরা প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি তুলতে পারি। মাননীয় মহাশয়, আইনের আগে সাম্যতা, তাই না।