নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদপদ খারিজ ইস্যুতে কংগ্রেসের ডাকা বৈঠকে সোমবার যোগ দেবে তৃণমূল কংগ্রেস (TMC)। লোকসভার (Lok Sabha) পক্ষ থেকে বৈঠকে যোগ দেবেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার পক্ষ বৈঠকে উপস্থিত থাকবেন জহর সরকার। রাহুল গান্ধী ইস্যুতে গণতন্ত্র রক্ষার দাবিতে সোমবার থেকে তৃণমূল কংগ্রেস তিনদফার কর্মসূচি নিয়ে এগোবে। সকাল দশটায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকে বিরোধী বৈঠকে যোগ দেবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, গণতন্ত্র বাঁচানোর দাবিতে আমরা সহমত। তারপর সকাল সাড়ে দশটায়, সংসদের দলীয় কার্যালয়ে পরবর্তী কর্মসূচি ঠিক করার জন্য লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার সংসদরা। এরপর মুখে কালো কাপড় বেঁধে গণতন্ত্র রক্ষার দাবিতে সংসদ ভবন চত্বরে আন্দোলনে নামবেন তৃণমূল সাংসদরা, স্লোগান তুলবে রাজ্যের শাসক দল। সূত্রের খবর, ওই সময় রাহুল গান্ধী ইস্যুতে কংগ্রেসের পক্ষ থেকেও কালো পোশাক পরে প্রতিবাদে শামিল হবেন সংসদরা। কালো পোশাকে থাকবেন অন্যান্য বিরোধী দলের সাংসদরাও।
আরও পড়ুন: সৌজন্যে মুখ্যমন্ত্রী, ৮ কোটি ক্ষতিপূরণ পেলেন কৃষকরা
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ফলে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল শিবির (TMC)। রাহুল গান্ধী ইস্যুকে সামনে রেখে দেশের গণতন্ত্রের অমর্যাদা করা, বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টার অভিযোগ তোলা হবে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের নেত্রী সর্বপ্রথম এই ঘটনার নিন্দা করেছেন। গণতন্ত্র বাঁচাতে আমরা কেন্দ্র বিরোধী আন্দোলনে অন্যান্য দলের সঙ্গেই রয়েছি। দেশের যে কোনও বড় ইস্যুতে সরকারের বিরোধিতায় আমরা অন্যান্য দলের সঙ্গে সহমত পোষণ করব। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে মুখে কালো কাপড় বেঁধে সংসদের ভিতরে বিক্ষোভ করেছে তৃণমূল। বিরোধী সাংসদদের বলতে না দেওয়ায় প্রতিবাদে কালো কাপড় বেঁধে প্রতিবাদ হয় রাজ্যসভায়। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, গণতন্ত্র বাঁচাতে এর আগেও আমরা প্রতিবাদ করেছিলাম। দেশের স্বার্থে এবং গণতন্ত্র রক্ষার জন্য আমরা সহমত।
রাহুল গান্ধী ইস্যুতে বিরোধী জোট এককাট্টা হওয়ার সম্ভাবনা দেখছে কংগ্রেসও। রবিবার সত্যাগ্রহ আন্দোলনে কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক বিরোধী জোট নিয়ে বলেন, আমি খুশি যে, সমস্ত বিরোধী দল রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছে। গণতন্ত্র রক্ষার জন্য এমন একটি সময়ে আমাদের সমর্থন করায় আমি সব দলকে ধন্যবাদ জানাই। এর আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, সংসদে অন্যান্য বিরোধী দলের সঙ্গে সমন্বয় রেখে চলেছেন কংগ্রেস সভাপতি। এবার থেকেই সেই সমন্বয় রাখা হবে সংসদের বাইরেও।