বাংলার মডেলে হবে ত্রিপুরার উন্নয়ন, বিজেপিকে হটাতে পারে তৃণমূলই। ত্রিপুরায় গিয়ে এমনটাই বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোমবার ত্রিপুরায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে পা রেখে সূচনা করে এসেছিলেন। এবার সেই লড়াই-ভিত মজবুত করতে সেখানে গিয়েছেন কুণাল।
আরও পড়ুন-ম্যান মেড বন্যা: ডিভিসির বিরুদ্ধে মোদির কাছে গর্জে উঠলেন মমতা
বুধবার সকালে, আগরতলা পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়ন হচ্ছে, সেই ভাবেই ত্রিপুরাকেও এগিয়ে নিয়ে যেতে চায় তৃণমূল। সারা দেশে বিজেপির বিজয়-রথ থামিয়ে দেওয়ার একমাত্র ক্ষমতা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দফায় দফায় বাংলায় এসেও ২০২১-এর বিধানসভা নির্বাচনে পদ্ম বনে ঝড় তুলতে পারেনি। উল্টে ভরাডুবি হয়েছে বিজেপির।
কুণাল ঘোষ আরও বলেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক ছিল। রাজনৈতিক মতাদর্শে বিপরীত মেরুতে অবস্থান করলেও মানিক সরকারকে তিনি শ্রদ্ধা করেন। কিন্তু সে রাজ্যে বিজেপির বিরোধিতায় বিকল্প হতে ব্যর্থ হয়েছে বামেরা। এই পরিস্থিতিতে তৃণমূল একমাত্র বিজেপির এই অপশাসন থেকে ত্রিপুরাবাসীকে মুক্ত করতে পারে।
আরও পড়ুন-শরীরে করোনা- অ্যান্টিবডি পরিস্থিতি জানতে এবার সমীক্ষায় নামছে কলকাতা পুরসভা
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের মতে, ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ অফুরান। সম্ভাবনা রয়েছে অনেক কিছুর। কিন্তু অপশাসনের ফলে এ রাজ্যে সামান্যতম উন্নতি হয়নি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়নের জোয়ার বইছে। তৃণমূলের নেতৃত্বে ত্রিপুরাতে উন্নয়ন হবে বলে আশাবাদী কুণাল। দুদিনের সফরে সাংগঠনিক বৈঠক এবং সাংবাদিক বৈঠক সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁর। এদিন বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে পুষ্পস্তবক-উত্তরীয় দিয়ে স্বাগত জানান ত্রিপুরা তৃণমূলের কর্মী-সমর্থকরা।