জেলাপরিষদের প্রত্যেকটিতেই জয়ী তৃণমূল কংগ্রেস

এই ফলেই পরিষ্কার, সাধারণ মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবারের জলপাইগুড়ি জেলা পরিষদ আসনে অধিকাংশই মহিলা মুখ।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা পরিষদ এবারও তৃণমূলের। জেলাপরিষদের ২৪টি আসনের মধ্যে ২৪টি আসনই পেয়েছে তৃণমূল। চা-বলয় থেকে শুরু করে গোটা জেলাতেই সবুজ ঝড়। সব দিকেই ফিকে হয়ে গেছে গেরুয়া রং। শুধু তাই নয় জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা, ডাবগ্রাম-ফুলবাড়ি চারটি বিধানসভা বিজেপির দখলে, কিন্তু ওই সব এলাকাতেই ধরশায়ী হয়েছে তৃণমূল।

আরও পড়ুন-ডেঙ্গি মশা নিধনে পথে মেয়র পারিষদ

এই ফলেই পরিষ্কার, সাধারণ মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবারের জলপাইগুড়ি জেলা পরিষদ আসনে অধিকাংশই মহিলা মুখ। জেলার ২৪ আসনের মধ্যে ২৮ জনই মহিলা প্রার্থী ছিলেন। বাকি ৬ জন পুরুষ। নতুন মুখ রয়েছে জেলার তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, সীমা চৌধুরি যিনি বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। তার ওপর এবার জলপাইগুড়ি জেলাপরিষদের সভাধিপতি এবং সহ-সভাধিপতি দুটি পদই মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। সেইদিক থেকে দেখতে গেলে গোটা জলপাইগুড়ি জেলার উন্নয়নের ভার এখন মহিলা ব্রিগেডের হাতে। এলাকার মানুষ আশাবাদী এবার উন্নয়ন হবে জোরকদমে। ইতিমধ্যেই বিভিন্ন উন্নয়নের রূপরেখা তৈরিতে বৈঠক সেরেছেন জয়ীরা।

Latest article