ডেঙ্গি মশা নিধনে পথে মেয়র পারিষদ

হাওড়া শহরেও সচেতনতার প্রচার ছাড়াও জমা জল বন্ধ না করার জন্য বেশ কয়েকজনের বিরুদ্ধে পুর কর্তৃপক্ষ মামলা দায়েরও করেছে।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায় নির্দেশ দিয়েছেন ডেঙ্গি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে। কলকাতা পুরসভা ইতিমধ্যেই ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক প্রচার করেছে। হাওড়া শহরেও সচেতনতার প্রচার ছাড়াও জমা জল বন্ধ না করার জন্য বেশ কয়েকজনের বিরুদ্ধে পুর কর্তৃপক্ষ মামলা দায়েরও করেছে।

আরও পড়ুন-মামলা খারিজ, ইডির জোর ধাক্কা

সোমবার কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং দক্ষিণ কলকাতার নর্দান পার্ক এলাকা ঘুরে দেখেন। সেই সঙ্গে কোথাও জল জমা আছে কি না তাও দেখেন। তবে এখানে তিনি মূলত ভূগর্ভস্ত নর্দমায় পলি তোলার কাজ তদারকি করেন। এছাড়া কয়েকদিন আগে তিনি উত্তর কলকাতার পরেশনাথ মন্দির এলাকায় সরেজমিনে ঘুরে দেখেন জমা জল রয়েছে কি না। তিনি বলেন, এই এলাকায় এবং ঠনঠনিয়ায় জল দাঁড়ালেও তা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত নেমে যাচ্ছে। তিনি আরও বলেছেন, পূর্ব কলকাতার পামার বাজারেও একইভাবে জমা জল দ্রুত নেমে যাচ্ছে।

Latest article