মামলা খারিজ, ইডির জোর ধাক্কা

এদিনই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির কথা ছিল। কিন্তু মামলা শোনেননি বিচারপতি।বৃহস্পতিবার এই মামলার পরের শুনানি।

Must read

প্রতিবেদন : শীর্ষ আদালতে রীতিমতো ধাক্কা খেল ইডি। আইনজীবী সঞ্জয় বসুর বিরুদ্ধে ইডি-র আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সোমবার আবার পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ মামলার শুনানি। এদিনই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির কথা ছিল। কিন্তু মামলা শোনেননি বিচারপতি।বৃহস্পতিবার এই মামলার পরের শুনানি।

আরও পড়ুন-ঝড়ের সতর্কতা দিল হাওয়া অফিস

সঞ্জয় বসু মামলাতে এদিন সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল ইডি। এর আগে তাঁর বাড়িতে ইডির দীর্ঘ তল্লাশি, তাঁকে ও তাঁর স্ত্রীকে জেরা, মোবাইল-ল্যাপটপ বাজেয়াপ্ত করার ঘটনাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী সঞ্জয় বোস। সেখানে তিনি রক্ষাকবচ পান। কিন্তু কলকাতা হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যুক্তি ধোপে টেকেনি আদালতে। সঞ্জয় বসুর বিরুদ্ধে ইডি-র ওই আবেদন সোমবার সরাসরি খারিজ করে দিল বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এ এস ওকার বেঞ্চ।

Latest article