ঝড়ের সতর্কতা দিল হাওয়া অফিস

তবে আগামী ২-৩ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার থেকে। কলকাতার আকাশও আংশিক মেঘলা থাকবে।

Must read

প্রতিবেদন: উত্তর বঙ্গোসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সোমবারই আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর জেরে রাজ্যের উপকূল সংলগ্ন এলাকায় বৃষ্টি ও হাওয়ার গতিবেগ আরও বাড়বে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১ থেকে ৩ অগাস্ট বা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গল ও বুধবার দক্ষিণের জেলাগুলিতে বেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-স্বাধীনতা দিবসে পুলিশ পদক পাচ্ছেন এবার ৬ আইপিএস

ওড়িশা ও এ রাজ্যের উপকূল সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কখনও আংশিক আবার কখনও পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে ভ্যাপসা গরম থাকবে। উত্তরের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন-সংখ্যালঘুদের বঞ্চিত করছে কেন্দ্র, বছরে ৪৫ লাখ ছাত্র-ছাত্রী পাচ্ছেন রাজ্যে ঐক্যশ্রী বৃত্তি

তবে আগামী ২-৩ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার থেকে। কলকাতার আকাশও আংশিক মেঘলা থাকবে। দু’এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশের মধ্যে থাকবে।

Latest article