মেখলিগঞ্জে বিপর্যস্ত এলাকায় তৃণমূলের প্রতিনিধি দল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেখলিগঞ্জে দুর্গত এলাকায় যান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

Must read

সংবাদদাতা, কোচবিহার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেখলিগঞ্জে দুর্গত এলাকায় যান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ছিলেন মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ অধিকারী-সহ নেতৃত্বরা। বৃহস্পতিবার মেখলিগঞ্জের জয়ী সেতুর পরিস্থিতি ঘুরে দেখেন তাঁরা। রবীন্দ্রনাথ ঘোষ জানান, তাঁরা দিল্লি থেকে ফিরেই এই ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছেন। ত্রাণ শিবিরগুলিতেও যান তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির গুলিতে খাবার বিলি করা হয়েছে৷

আরও পড়ুন-শিলিগুড়িতে বন্যা পরিস্থিতি দেখার নাম করে নাটক করতে গিয়ে প্রবল গণবিক্ষোভের মুখে রাজ্যপাল

তাঁদের নিরাপদ জায়গায় ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে৷ বিধায়ক পরেশ অধিকারী জানান, রাতে তিনি মেখলিগঞ্জের বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শনে গিয়েছিলেন৷ সকলের খাবার ও নিরাপদে থাকার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য গিয়েছিলেন এলাকা পরিদর্শনে। জানা গিয়েছে বৃহস্পতিবার মেখলিগঞ্জে ভয়াবহ তিস্তায় ভেসে আসে একটি দেহ। বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জের সিংপাড়ায় এই দেহ উদ্ধার হয়েছে। ফ্ল্যাগ মিটিংয়ের পরে এই দেহ বিজিবি তুলে দেবে বিএসএফের হাতে৷ কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। এছাড়াও ভেটাগুড়ি রুয়ের কুঠির বাসিন্দা রাহুল মোদকের দেহ উদ্ধার হয়েছে শিলিগুড়িতে। তিনি সিকিমে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।

Latest article