শিলিগুড়িতে বন্যা পরিস্থিতি দেখার নাম করে নাটক করতে গিয়ে প্রবল গণবিক্ষোভের মুখে রাজ্যপাল

কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা ও আবাস যোজনা টাকা আটকে রেখেছে। সেই টাকার দাবিতে দিল্লিতে আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শিলিগুড়িতে নাটক করতে এসে কালো পতাকা দেখলেন রাজ্যপাল। বন্যা পরিস্থিতি দেখার নাম করে বৃহস্পতিবার শিলিগুড়িতে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শিলিগুড়ি সংলগ্ন এলাকার কয়েকটি জায়গায় ঘুরে স্টেট গেস্ট হাউসে ঢোকার সময় কালো পতাকা দেখতে হয় তাঁকে। মেঘলা আকাশে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই সকাল থেকে অপেক্ষা করছিলেন বহু মানুষ।

আরও পড়ুন-‘অপেক্ষায় আছে বাংলা’ এক্সে কেন্দ্রকে নিশানা অভিষেকের

কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা ও আবাস যোজনা টাকা আটকে রেখেছে। সেই টাকার দাবিতে দিল্লিতে আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল উত্তরবঙ্গে আসায় সকাল থেকেই বৃষ্টি মাথায় করে তৃণমূল কর্মীদের সঙ্গে সাধারণ মানুষজন শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসের সামনে অপেক্ষা করছিলেন। গেস্ট হাউসে রাজ্যপালের কনভয় ঢোকার সময় রাজ্যপালের গাড়ির সামনে গিয়ে তাঁরা কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। এই সময় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন ছিল, তারা বিক্ষোভকারীদের আটকে দেয়। রাজ্যপাল স্টেট গেস্ট হাউসে ঢুকে গেলেও তৃণমূল কর্মীরা বাইরে দাঁড়িয়ে গো ব্যাক স্লোগানের পাশাপাশি রাজ্যপালকে ধিক্কার জানিয়ে স্লোগান দিতে থাকেন। কিছু সময় পরে রাজ্যপাল ফের গেস্ট হাউস থেকে বেরনোর সময়ও তৃণমূল কর্মীরা তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন এবং কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

আরও পড়ুন-জেলা জুড়ে উদ্ধার ১৬ দেহ

পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় তৃণমূল কর্মীদের। তৃণমূল নেতা তথা পুরনিগমের মেয়র পারিষদ রামভজন মাহাতো বলেন, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার কাজের টাকা দিচ্ছে না। এই নিয়ে রাজ্যপালের কোনও ভূমিকা নেই। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখার নাম করে তিনি রাজনীতি করতে এসেছেন। তাই তৃণমূল তাঁকে কালো পতাকা দেখাল এবং তাঁকে গো ব্যাক স্লোগান দিয়ে শিলিগুড়ি ছাড়তে বলল।

Latest article