জেলা জুড়ে উদ্ধার ১৬ দেহ

এলাকার বাসিন্দা শ্যামল রায় জানান দেহগুলি দেখে তাদের অত্যন্ত খারাপ লাগছিল। এই মৃতদেহগুলির মধ্যে কিছু দেহ জোয়ানদেরও।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা জুড়ে মোট ১৬টি মৃতদেহ উদ্ধার হল বৃহস্পতিবার। ময়নাগুড়ি থানা এলাকা থেকে ১৩টি, মালবাজার থানা এলাকা থেকে ১টি এবং ক্রান্তি ফাড়ি এলাকা থেকে ২ জনের দেহ উদ্ধার হয়েছে। এদিন সকালে ময়নাগুড়ি দক্ষিণ ধর্মপুর এলাকার বাসিন্দারা তিস্তার চর এলাকায় নিজেদের কাজ গিয়ে মৃত দেহগুলি দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশে। ময়নাগুড়ি থানার পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে। সেগুলিকে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন-চোখ অশ্বিনে, কমলা জার্সিতে মহড়ায় ভারত

এলাকার বাসিন্দা শ্যামল রায় জানান দেহগুলি দেখে তাদের অত্যন্ত খারাপ লাগছিল। এই মৃতদেহগুলির মধ্যে কিছু দেহ জোয়ানদেরও। এদিন মোতিয়ার চর এলাকায় প্রথম একটি মৃতদেহ দেখতে পান ওই এলাকার বাসিন্দারা। ময়নাগুড়ি থানায় খবর দেন। ঠিক তার কিছুক্ষণ পরই দক্ষিণ ধর্মপুর এলাকায় আরও দুটি দেহ দেখতে পান। এলাকার কিছু বাসিন্দা নৌকা নিয়ে কাঠ ধরতে গিয়ে চোখে পড়ে আরও চারজনের দেহ। দেহ উদ্ধারের বিষয়টি তদারকি করেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস। ছিলেন মালবাজারের এসডিও, মালবাজার ও ক্রান্তির বিডিওরা।

Latest article