চোখ অশ্বিনে, কমলা জার্সিতে মহড়ায় ভারত

যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ ম্যানেজমেন্টের প্রথম পছন্দের দুই পেসার। তাই প্রথম ম্যাচে অশ্বিনের জায়গা নিশ্চিত নয় একাদশে।

Must read

চেন্নাই, ৫ অক্টোবর : অস্ট্রেলিয়া ম্যাচের মহড়ায় রোহিত শর্মা, বিরাট কোহলিদের গায়ে কমলা জার্সি। বৃহস্পতিবার চিপকে ভারতীয় দলের অনুশীলনে ক্রিকেটারদের পরনে বিখ্যাত ডাচ-কমলা জার্সি দেখে অনেকেই চমক গিয়েছেন।
সাম্প্রতিককালে মেন ইন ব্লু-র ম্যাচ-জার্সির মতো ট্রেনিং কিটেও থেকেছে নীল রঙের ছোঁয়া। চার বছর আগে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি কমলা রংয়ের বিশেষ জার্সি পরে খেলেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। তার আগে ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্র্যাকটিস জার্সি ছিল লাল রংয়ের, সঙ্গে কালো শেড। তবে বেশিরভাগ সময় ম্যাচ-জার্সির মতোই মেন ইন ব্লু-র ট্রেনিং জার্সিতেও নীল রংয়ের আধিক্য থেকেছে। এবার সংস্কারবশতই হয়তো কাপ-ভাগ্য ফেরাতে বিরাট, রোহিতদের প্র্যাকটিস কিটে বদল আনা হয়েছে।

আরও পড়ুন-উদ্বোধনী ম্যাচে প্রায় ফাঁকা স্টেডিয়াম! শচীনের হাতেই বিশ্বকাপের বোধন

বারবার আইসিসি টুর্নামেন্টের নক আউটে মুখ থুবড়ে পড়েছে দল। এবার কি ঘুরবে ব্যর্থতার চাকা? ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে রোহিত অ্যান্ড কোম্পানির দিকে। বুধবার চেন্নাইয়ে পৌঁছেই অনুশীলনে নেমে পড়েছিলেন বিরাটরা। রবিবার চিপকে ম্যাচ প্যাট কামিন্সদের বিরুদ্ধে। বৃহস্পতিবার পুরো দল চুটিয়ে অনুশীলন করে চিপকের নেটে। দু’টি প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় নেটে বাড়তি সময় ঘাম ঝরাচ্ছেন বিরাট, রোহিতরা। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজারাও নেটে ব্যাটিং-বোলিং করছেন। চলছে বিভিন্ন ফিল্ডিং ড্রিল।

আরও পড়ুন-কেন্দ্রের আবাস যোজনার টাকা আটকে দেওয়ার জের, বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি

নেটে রবিচন্দ্রন অশ্বিনের দিকে সবার নজর। চেন্নাই অশ্বিনের ঘরের মাঠ। স্পিন সহায়ক চিপকে অভিজ্ঞ অফ স্পিনারের খেলার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়া দলে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটার রয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত না নিলে ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে অশ্বিনের প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন। কুলদীপ যাদব ও জাদেজাকে ফ্রন্টলাইন স্পিনার হিসেবেই ধরা হচ্ছে। সেক্ষেত্রে অশ্বিনের সঙ্গে লড়াই মহম্মদ শামির। যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ ম্যানেজমেন্টের প্রথম পছন্দের দুই পেসার। তাই প্রথম ম্যাচে অশ্বিনের জায়গা নিশ্চিত নয় একাদশে।

Latest article