প্রতিবেদন : ভোটার তালিকা সংশোধনের কাজ সরলীকরণের উপর জোর দিল তৃণমূল। সর্বদল বৈঠকে তৃণমূলের দাবি, একজন যোগ্য ভোটারের নামও যাতে বাদ না পড়ে তার জন্য বিশেষ নজর রাখতে হবে নির্বাচন কমিশনকে। ২০২৪ এর লোকসভা ভোটের আগে সর্বাঙ্গীণ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। নির্বাচন কমিশনকে এ-ব্যাপারে আরও সক্রিয় ভূমিকা নেওয়ারও তাঁরা পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন-ভেসে আসা ঘটেই কূলেশ্বরী কালীবাড়ির প্রতিষ্ঠা
বুধবার থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি চলবে। তার আগে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের পৌরোহিত্যে সর্বদল বৈঠক বসে। স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিই হাজির ছিলেন বৈঠকে। তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে দাবি করা হয়, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে হবে, ভূতুড়ে ভোটার বাদ দিতে হবে, বুথ লেভেল অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ৮০ হাজার ৪৫৪টি বুথে ওই অফিসারদের নির্দিষ্ট সময়ে হাজির থাকতে হবে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সাফল্য, দুর্ঘটনাপ্রবণ রাজ্যের তালিকায় নেই বাংলা
সর্বদলীয় বৈঠক শেষে তৃণমূল নেতা অরূপ বিশ্বাস বলেন, ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারদের নাম যেন কোনওভাবে বাদ না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ভোটার তালিকা সংশোধন আরও সহজ সরল ভাবে করার দাবি জানান তিনি। কমিশন ভুয়ো ভোটার ঠেকাতে বিশেষ নজর দিতে চায়। তারা জানিয়েছে, এবার মোবাইল ফোনে ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে নাম নথিভুক্ত করা যাবে। এছাড়া কমিশনের ওয়েবসাইটেও লগইন করে নাম তোলা যাবে।