সংবাদদাতা, তমলুক : পূর্ব মেদিনীপুরের তমলুকের আরও একটি সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারল না বিরোধীরা। তমলুক ব্লকের নীলকুণ্ঠা অঞ্চলের কণ্ঠিবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমণ্ডলীর ভোটে সব আসনেই জয় পেল তৃণমূল প্রার্থীরা। সমবায়ের মোট ৪৩টি আসনের সব ক’টিতে জিতল তৃণমূল। সোমবার সকাল থেকে কড়া পুলিশি পাহারায় স্থানীয় দুটি স্কুলে ভোটগ্রহণ শুরু হয়। মোট ভোটার ছিলেন ১২২৫ জন। ৯৫ শতাংশ ভোট পড়ে। তারপর শুরু হয় গণনা।
ফলাফল ঘোষণা হতেই দেখা যায় সবুজ ঝড়। ধরাশায়ী হয় বিরোধীরা। তৃণমূল ৪৩, বিরোধীরা ০। আগেও এই সমবায় পরিচালনার দায়িত্বে ছিল তৃণমূল। এবার একার শক্তিতে পারবে না বুঝেই গোপনে বোঝাপড়া করে তৃণমূলের বিরুদ্ধে অলিখিত আসন সমঝোতা করে লড়াইয়ে নামে বাম-বিজেপি জোট। কিন্তু তাতে চিঁড়ে ভিজল না। একটি আসনও জুটল না বিরোধীদের। সমবায় নির্বাচনে এই বিরাট জয় পেয়ে কার্যত বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। চলে আবিরখেলা, মিষ্টিমুখও। তৃণমূলের ব্লক সভাপতি অর্ণব চক্রবর্তীও শামিল হন বিজয় উৎসবে। তিনি বলেন, গোটা নীলকুণ্ঠা অঞ্চলের দলীয় নেতৃত্ব ও কর্মীদের সাংগঠনিক দক্ষতা ও পরিশ্রম এই জয় এনেছে। বিরোধীদের হাজার প্রচেষ্টা ব্যর্থ করে তৃণমূলের উন্নয়নে আস্থা রেখেছেন মানুষ। বিরোধীশূন্য জয় উপহার দিয়ে আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছেন তাঁরা। তাঁদের সকলকেই কৃতজ্ঞতা জানাই।