মুখ্যমন্ত্রীর হাত ধরে যাত্রা ইস্পাত কারখানার, আট হাজার কর্মসংস্থান মূলত স্থানীয়রা বছরে ১.১৯ মিলিয়ন টন

রঘুনাথপুর শিল্পতালুকে মুখ্যমন্ত্রী এর আগেই ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেন। ওই টাকায় পরিকাঠামো গড়ে দেওয়া হয়েছে।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : মুখ্যমন্ত্রীর নাম দেওয়া জঙ্গলসুন্দরী কর্মনগরীতে আজ তাঁরই হাত ধরে চালু হচ্ছে শ্যাম স্টিলের নতুন এক কারখানা। রঘুনাথপুর শিল্পতালুকের লছমনপুর মৌজায় মুখ্যমন্ত্রীর চেষ্টাতেই কারখানাটি গড়ে উঠেছে। আজ শিমুলিয়া ব্যাটারি ময়দানের প্রশাসনিক জনসভা থেকে ভার্চুয়ালি কারখানাটির উদ্বোধন করবেন তিনি। রুখা পুরুলিয়ায় খুলে যাবে কর্মসংস্থানের নতুন দিগন্ত। প্রাথমিকভাবে কর্মসংস্থান হচ্ছে ২৫০০ জনের। এঁদের মধ্যে জমিদাতা পরিবারগুলি থেকে নিযুক্ত হয়েছেন ৩৫৯ জন। ধাপে ধাপে কর্মসংস্থান বাড়বে। পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হলে এখানে বার্ষিক ১.১৯ মিলিয়ন টন ইস্পাত উৎপন্ন হবে। কর্মসংস্থান হবে আট হাজার মানুষের। মুখ্যমন্ত্রী কারখানাটির উদ্বোধন করার পরেই উৎপাদন শুরু হবে। উদ্বোধন উপলক্ষে কারখানাতেও থাকছে বিশেষ অনুষ্ঠান।

আরও পড়ুন-অভিষেক সত্য সামনে আনতেই স্থগিতাদেশ তুলে নিল আদালত

রঘুনাথপুর শিল্পতালুকে মুখ্যমন্ত্রী এর আগেই ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেন। ওই টাকায় পরিকাঠামো গড়ে দেওয়া হয়েছে। এছাড়া রঘুনাথপুর থেকে ডানকুনি অবধি একটি বাণিজ্য করিডর গড়ছে সরকার। তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, শুধু শ্যাম স্টিল নয়, শিল্পতালুকে যাঁরাই আসছেন, তাঁরা এখানে শিল্পবান্ধব পরিবেশ দেখতে পাচ্ছেন। প্রায় ৬০০ একর জমিতে এই কারখানা গড়ে তোলার সময় কোনও অশান্তি হয়নি। কারখানার সিনিয়ার জেনারেল ম্যানেজার বিপুল পাণিগ্রাহী জানিয়েছেন, কারখানায় মূলত স্থানীয়দের নিয়োগ করা হয়েছে। এলাকার উন্নয়নেও তাদের শিল্পগোষ্ঠী কাজ করে চলেছে।

আরও পড়ুন-ব্রিগেডের প্রস্তুতি, লোকসভা ভোট নিয়ে বৈঠকে মহুয়া

মুখ্যমন্ত্রী এদিন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন। পরিষেবা দেবেন মানুষের হাতে। তাই তাঁর সফর ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে জেলায়।

Latest article