ব্রিগেডের প্রস্তুতি, লোকসভা ভোট নিয়ে বৈঠকে মহুয়া

সোমবার কৃষ্ণনগর জিলা পরিষদের দলীয় নেতৃত্বের সঙ্গে মিটিং করার পর কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি মহুয়া মৈত্র একথা জানালেন।

Must read

সংবাদদাতা, নদিয়া : বাংলার প্রতি ১০০ দিনের কাজে বঞ্চনা করা হয়েছে। সন্দেশখালি নিয়ে অপপ্রচার চলছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে ১০ তারিখে ব্রিগেডে সভার ডাক দেওয়া হয়েছে। সোমবার কৃষ্ণনগর জিলা পরিষদের দলীয় নেতৃত্বের সঙ্গে মিটিং করার পর কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি মহুয়া মৈত্র একথা জানালেন। বিধায়ক, ব্লক সভাপতি ও জিলা পরিষদের সদস্য ও বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে তিন দফায় এদিন মিটিং করেন। দুপুর থেকে শুরু হওয়া মিটিং চলে বিকেল পর্যন্ত।

আরও পড়ুন-অভিষেক সত্য সামনে আনতেই স্থগিতাদেশ তুলে নিল আদালত

মহুয়া বলেন, ভাল মিটিং হয়েছে। ১০ তারিখ ব্রিগেড যাওয়ার আগে আমাদের প্রস্তুতিসভা হল। একইসঙ্গে ভোটের প্রস্তুতিসভাও। ওঁর দাবি, ১০ তারিখে ঐতিহাসিক সভা হবে। প্রত্যেক জায়গা থেকে প্রচুর মানুষ যাবে। ১০ তারিখের আশপাশে যদি নির্বাচনবিধি আরম্ভ হয়ে যায়, ভোট আরম্ভ হয়ে যাবে। সেক্ষেত্রে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার এই মিটিং ভোটের প্রস্তুতি মিটিংও বলা যায় বলে তিনি জানান। এদিনের বৈঠকে ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জিলা পরিষদ সভাধিপতি তারান্নুম সুলতানা মির, বিধায়ক কল্লোল খাঁ, বিধায়ক বিমলেন্দু সিংহরায়, বিধায়ক ও দলের চেয়ারম্যান রুকবানু রহমান, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতি, জিলা পরিষদের সদস্যরা। আগামীকাল পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক হবে বলে মহুয়া জানান।

Latest article