সঞ্জিত গোস্বামী পুরুলিয়া: মানবিকতা এবং সাহসিকতার নজির রাখলেন বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ধনঞ্জয় মুর্মু। সুদূর তেলেঙ্গানায় দাসবৃত্তি করতে বাধ্য হওয়া নিজের এলাকার দশ স্থানীয় শ্রমিককে উদ্ধার করে বাড়ি ফেরালেন তিনি। তাঁর এমন সক্রিয়তায় খুশি অযোধ্যা পাহাড়তলির আদিবাসীরা।
আরও পড়ুন-ভাইরাসমুক্ত আলুবীজ বঙ্গশ্রী বাড়ছে উৎপাদন, লাভ চাষিদের
জানা গিয়েছে, স্থানীয় এক আড়কাঠির মাধ্যমে কাজের জন্য তেলেঙ্গানা গিয়েছিলেন বলরামপুর থানার একাধিক গ্রামের দশজন আদিবাসী যুবক। সেখানে গিয়ে মঙ্গলকোট শহরে এক প্রতারক ব্যবসায়ীর খপ্পরে পড়েন তাঁরা। এক মাস ধরে তাঁদের একটি প্রায় জনহীন জায়গায় রেখে বিনা মজুরিতে কাজ করানো হচ্ছিল। পর্যাপ্ত খাবারও দেওয়া হত না। শ্রমিকেরা বুঝতে পারেন, কাজের সন্ধানে এসে তাঁরা প্রতারিত হয়েছেন। গোপনে তাঁরা স্থানীয় এক ব্যক্তির সহায়তায় ফোন করে বিষয়টি জানান গ্রামের লোকেদের। এরপর পরিবারের লোকজন যোগাযোগ করেন পেশায় প্রাথমিক শিক্ষক, তৃণমূলের ব্লক সভাপতি ধনঞ্জয় মুর্মুর সঙ্গে।
আরও পড়ুন-প্রতিবাদে তৃণমূলের মৌন মিছিল, আসানসোল-কাণ্ড
সোমবার ব্লক সভাপতি নিজে গ্রামের কয়েকজনকে নিয়ে রওনা হন তেলেঙ্গানায়। সেখানে প্রশাসন ও পুলিশের সহায়তায় তিনি উদ্ধার করেন আটকে থাকা শ্রমিকদের। তেলেঙ্গানা থেকে সকলকে সঙ্গে নিয়ে শনিবার এলাকায় ফিরেছেন। উদ্ধার-হওয়া যুবকরা বলেছেন, তৃণমূল ব্লক সভাপতি যেভাবে তাঁদের উদ্ধার করেছেন তাতে তাঁরা অভিভূত। তৃণমূল কংগ্রেস দলকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।