সংবাদদাতা, মালদহ : রাত পোহালেই মালদহের গাজোল ও এনায়েতপুরে সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভার প্রস্তুতি এখন তুঙ্গে। উত্তর মালদহের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গাজোল কলেজ মাঠে মুখ্যমন্ত্রী নির্বাচনী সভা করবেন। পাশাপাশি এনায়েতপুরে দক্ষিণ মালদহের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনেও জনসভা করবেন। সমর্থকদের জন্য তৈরি হয়েছে বিশাল আকারের প্যান্ডেল। মুখ্যমন্ত্রীর সফরসূচি নির্দিষ্ট হওয়ার পর থেকে শুরু হয়ে যায় মাঠ সাজানোর কাজ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার জন্য তৈরি হয়েছে হেলিপ্যাড। হেলিকপ্টার নামার ট্রায়াল রান হয়ে গেল শুক্রবার।
আরও পড়ুন-বন্ড নিয়ে তদন্তের দাবি তুললেন শত্রুঘ্ন
মুখ্যমন্ত্রীর সভাস্থলের নিরাপত্তা খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন পুলিশকর্তারা। প্যান্ডেল তৈরির কাজের প্রস্তুতি তদারকি করেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি। তিনি জানান, তীব্র দাবদাহ উপেক্ষা করেও প্রায় লক্ষাধিক কর্মী-সমর্থক গাজোলের জনসভা সফল করতে জমায়েত হবেন।