সংবাদদাতা, দিনহাটা : শিকড়ের সন্ধানে কর্মসূচিতে এবার গোসানিমারি মন্দির পরিদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের তিন প্রাক্তন জেলা সভাপতি। সোমবার দুপুরে দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারি কান্তেশ্বর মন্দিরে শিকড়ের সন্ধানে যান জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন তিন জেলা সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয়কৃষ্ণ বর্মন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগ, সংস্কারে রাজ্যের তিন কোটি টাকা, নতুন সাজে ঐতিহাসিক বক্সা দুর্গ
এছাড়াও ছিলেন সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। এদিন গোসানিমারি মন্দির তথা কান্তেশ্বরী মন্দির ঘুরে দেখার পর সংবাদমাধ্যমকে রবীন্দ্রনাথ বলেন, ‘জেলায় পুরনো বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যেগুলি নবপ্রজন্ম জানে না। সেই কারণেই জেলার ঐতিহাসিক নিদর্শনগুলি এবং মন্দিরগুলি ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় মানুষের সামনে সে-সব বিষয় তুলে ধরার মাধ্যমেই এই শিকড়ের সন্ধানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’
আরও পড়ুন-ত্রিপুরায় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসই, চাপে পড়ে সিপিএমকে হাওয়া দেওয়ার কৌশল বিজেপির
প্রসঙ্গত, ঐতিহাসিক দিক থেকে গোসানি মন্দিরের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মহারাজা নীলাম্বরের রাজত্বকালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বলে ঐতিহাসিকেরা মনে করেন। পরবর্তী সময়ে কোচবিহারের মহারাজা নরনারায়ণের আমলে এই মন্দির নতুন করে সংস্কার করা হয়। দেশ-বিদেশের বহু পর্যটক প্রতি বছর এই মন্দিরটি দেখতে আসেন।