মুখ্যমন্ত্রীর উদ্যোগ, সংস্কারে রাজ্যের তিন কোটি টাকা, নতুন সাজে ঐতিহাসিক বক্সা দুর্গ

ভুটান লাগোয়া আলিপুরদুয়ারের সিনচুলা পাহাড়ে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮০০ ফুট উচ্চতার ওই দুর্গম দুর্গের নাম ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে উল্লেখ্য

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:  দ্বিতীয়বার রাজ্যে ক্ষমতায় এসে ঐতিহাসিক বক্সা (Buxa fort)দুর্গ সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচেষ্টাকে ফলপ্রসূ করতে ময়দানে নামে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। তারই জেরে এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে ঐতিহাসিক বক্সা দুর্গ এখন নতুন সাজে সেজে উঠছে। ভুটান লাগোয়া আলিপুরদুয়ারের সিনচুলা পাহাড়ে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮০০ ফুট উচ্চতার ওই দুর্গম দুর্গের নাম ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে উল্লেখ্য।

আরও পড়ুন-ত্রিপুরায় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসই, চাপে পড়ে সিপিএমকে হাওয়া দেওয়ার কৌশল বিজেপির

এক সময়ের ভুটানি বাণিজ্যকেন্দ্র ও তিব্বতি শরণার্থী শিবিরটি ইংরেজদের তৈরি কয়েদখানায় পরিবর্তিত হয়। যেখানে দেশের অনেক স্বাধীনতা সংগ্রামীকে আটকে রেখেছিল ইংরেজ সরকার। স্বাধীনতার পর অবহেলায় এই ঐতিহাসিক দুর্গটি ধ্বংস হয়ে যেতে থাকে। বাম আমলে আলিপুরদুয়ারবাসীর বহু আবেদনেও একটি স্মারক ছাড়া আর কিছুই হয়নি। বর্তমানে রাজ্য সরকার তিন কোটি টাকা বরাদ্দ করেছে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে পুরানো পরিকাঠামো বজায় রেখে বক্সা দুর্গ রূপ পাবে, যা পর্যটন প্রসারেও বিরাট ভূমিকা রাখবে। নতুন রূপের বক্সা দুর্গে থাকবে পর্যটকদের জন্যে কাফেটেরিয়া। হবে মিউজিয়াম। জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, বক্সা দুর্গের সংস্কারের জন্য রাজ্য সরকার তিন কোটি টাকা বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রী নিজে সংস্কারের কাজের সূচনা করেছেন। প্রথম পর্যায়ের কাজ শেষের পথে। খুব শিগগিরই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

Latest article