প্রতিবেদন : আজ প্রকাশিত হবে তৃণমূলের (Trinamool congress) ইস্তাহার (manifesto)। মঙ্গলবার তৃণমূলের (Trinamool) ইস্তাহার প্রকাশ করা হবে বাংলা, হিন্দি, ইংরেজি ছাড়াও অলচিকি, উর্দু এবং নেপালি ভাষায়। এই প্রথম সাঁওতালিদের (Santhali) ভাষা (Language) আলচিকি এবং গোর্খাদের ভাষা নেপালিতে (Nepali) প্রকাশ করা হচ্ছে ইস্তাহার। ২০২৪-এ দিল্লির মসনদের লড়াইয়ে মোট ছ’টি ভাষাতে ইস্তাহার প্রকাশ করছে তৃণমূল।
আরও পড়ুন-তৃণমূলনেত্রীকে টার্গেট করতেই সন্দেশখালি-চিত্রনাট্য, দাবি টিকায়েতের
এর আগে দেশের অন্য কোনও রাজনৈতিক দল এতগুলি ভাষায় তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেনি৷ তৃণমূল সেখানে স্বতন্ত্র। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের উপর জোর দিয়েছিলেন। এবারও মানুষের উন্নয়নকে গুরুত্ব দিয়েই তৈরি হয়েছে ইস্তাহার।