দিদি কথা দিয়েছেন তাই ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়িত হবেই : দেব

ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর এক নম্বর ব্লকের সরবেড়িয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারে বললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী

Must read

সংবাদদাতা, ঘাটাল : ‘কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। তাতেই রাজ্যের উন্নয়ন থেমে নেই। আমি টাকা ইনকাম করতে আসিনি, মানুষের জন্য রাজনীতিতে এসেছি। দিদি আমাকে কথা দিয়েছেন, এবারে মাস্টারপ্ল্যান রূপায়িত হবেই।’ ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর এক নম্বর ব্লকের সরবেড়িয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারে বললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। এদিন দেব দাসপুরের দেবকুল ভুবনেশ্বর শিবমন্দিরে পুজো দেন। ওঁকে দেখতে মন্দিরচত্বরে ভিড় করেন উৎসুক জনতা। দেব সেখান থেকে যান দাসপুরের ধানখাল এলাকায়। সেখানে প্রচারে গিয়ে দলবদলুদের কটাক্ষ করেন দেব।

আরও পড়ুন-তৃণমূলনেত্রীকে টার্গেট করতেই সন্দেশখালি-চিত্রনাট্য, দাবি টিকায়েতের

বলেন, আপনারা সবাই দেখছেন, এখন একটা নিয়ম হয়ে গিয়েছে, নির্বাচনের আগে এই দল থেকে চারটে লোক ওই দলে যাচ্ছে, কেউ আবার ওই দল থেকে এই দলে আসছে। কেউ টিকিট পাওয়ার জন্য, কেউ পাওয়ারের জন্য, কেউ সিকিউরিটির জন্য, কেউ ক্রিমিনাল কেস আটকানোর জন্য কিন্তু আমি যখন রাজনীতি ছেড়ে আবার রাজনীতিতে ফিরলাম, দিদিকে বলেছিলাম, টিকিট চাই না, আমি দলের কর্মী হিসেবে কাজ করে নেব। আর যদি আবার দাঁড়াই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকেই দাঁড়াব। কারণ ঘাটাল আমাকে গত ১০ বছরে যা দিয়েছে সেটা আমি এ জন্মে নয়, পরের জন্মেও মনে রাখব। আমি শুধু ঘাটাল মাস্টার প্ল্যানটা চেয়েছিলাম। কারণ, ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই এটা। দিদি কথা দিয়েছেন, তাই এটা হবেই।

Latest article