সংবাদদাতা, সিউড়ি : বাংলার রেল প্রকল্প মানেই গড়িমসি, অবহেলা। তারই প্রতিবাদে এবার সরব তৃণমূল কংগ্রেস। সিউড়ি হাটজন বাজার উড়ালপুলের কাজ দ্রুত শেষ করার জন্য, রেলযাত্রীদের সুবিধার্থে স্টেশনের পথ সম্প্রসারণ করা, স্টেশনে অটো-টোটো ঢোকার অনুমতি ও স্টেশনের সৌন্দর্যায়নের দাবিতে গণ-অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-মোদিকে মুড়ি পাঠিয়ে প্রতিবাদ
ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি, জেলা তৃণমূল সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় প্রমুখ। বিকাশ বলেন, ‘২৮ কোটি টাকার কাজ। এই নিয়ে চার-পাঁচবার শুরু হয়ে থেমে গিয়েছে। আমাদের নিয়ে বৈঠক করছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এই গড়িমসি সিউড়িবাসীর প্রতি রেলের ষড়যন্ত্র, বঞ্চনা। হাটজন বাজারে উড়ালপুল আজও হল না। এই গণবিক্ষোভে মানুষের স্বতঃস্ফূর্ত শামিল হওয়া প্রমাণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রতি মানুষের অগাধ বিশ্বাস ও আস্থা রয়েছে।’