মোদিকে মুড়ি পাঠিয়ে প্রতিবাদ

অনুষ্ঠানে ভগবানগোলা থেকে স্থানীয় তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি ওই মুড়ি ক্যুরিয়ার করলেন। এরপর সেখানে সবাই জমিয়ে চপ-মুড়ি খেলেন।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : মুড়ি থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক প্যাকেট মুড়ি পাঠালেন বিধায়ক। কেউ এক বাটি। কেউ এক থালা। গামছায় বেঁধে মুড়ি নিয়ে হাজির। গ্রাম থেকে মুড়ি যাবে প্রধানমন্ত্রীর দফতরে! সাজ-সাজ রব। হইহল্লা। পরে জানা গেল, আসলে মুড়ি যাবে প্যাকেটবন্দি। ভিড়-করা জনতার সামনে ঘোষণা হল, প্যাকেট আঁটা মুড়ি পাঠানো হবে। কারণ তাতেই কর অর্থাৎ জিএসটি বসিয়েছে কেন্দ্রের সরকার। তার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থেকে রবিবার ওই প্যাকেটবন্দি মুড়ি পাঠানো হল বলেই জানালেন তৃণমূল কংগ্রেস নেতারা।

আরও পড়ুন-ধূমায়িত চায়ের পেয়ালা নিয়ে বিধায়ক ব্যস্ত পরিষেবায়

অনুষ্ঠানে ভগবানগোলা থেকে স্থানীয় তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি ওই মুড়ি ক্যুরিয়ার করলেন। এরপর সেখানে সবাই জমিয়ে চপ-মুড়ি খেলেন। রবিবার ভগবানগোলা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মমতা মুড়ি ভাণ্ডার নামে একটি মুড়ির দোকানের সামনেই অনুষ্ঠান হয়। মুড়ি গেল সেই দোকান থেকেই। বিধায়ক বলেন, মুড়িতে কর বসানোয় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আজ পাঁচ কেজি পাঠালাম। পরে চাইলে আরও পাঠানো হবে। আমাদের মুখ্যমন্ত্রী মুড়ি খেয়ে সারাদিন কাটিয়ে দেন। মুড়িতে ট্যাক্স বসানোয় আমাদের নেত্রী শহিদ দিবসে প্রতিবাদ করেছেন। এদিন ছিলেন আহসুনুর রহমান, রিপন সরকার, সাবিরুল ইসলাম প্রমুখ।

Latest article