সংবাদদাতা, পুরুলিয়া : পুরুলিয়ার দুই প্রান্তে পাড়া ও মালবাজারের তফসিলি জাতি-উপজাতি-অনগ্রসর শ্রেণি অধ্যুষিত এলাকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের আসন্ন দুটি জনসভা নিয়ে আগ্রহ-উদ্দীপনা চরমে তফসিলিদের। অভিষেকের বক্তব্য শুনতে মুখিয়ে আছেন তাঁরা।
আরও পড়ুন-রাজ্যের সাড়ে ৮ কোটি টাকায় হবে, মুড়িগঙ্গা সংস্কার ও দু’পাড়ে সৌন্দর্যায়ন
বুধবার জেলা তৃণমূল কার্যালয়ে দলের এসসি-ওবিসি সেলের প্রস্তুতি বৈঠকে এই কথা বলেন সংগঠনের নেতানেত্রীরা। বৈঠকে ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী মীরা বাউরি, দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের সভাপতি বিষ্ণুচন্দ্র পাল, শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য ভোলানাথ পরামানিক, আয়োজক শাখা সংগঠনের সহ-সভাপতি সাক্সেন বাউরি, ষষ্ঠীপদ বাউরি প্রমুখ। মীরা বাউরি বলেন, ‘‘নিজের নিজের এলাকায় রোড শোগুলিতে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন তফসিলিরা। ভিড় করবেন জনসভায়। সংগঠনের সদস্য-কর্মীরা অধিবেশনেও থাকবেন।’’
আরও পড়ুন-সিডনিগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়
বিষ্ণুচন্দ্র পাল বলেন, ‘‘পুরুলিয়ায় তফসিলি জাতি, উপজাতি, ওবিসি শ্রেণির সংখ্যাধিক্য রয়েছে। অধিকাংশই গ্রামের খেটে খাওয়া মানুষ। মাও-জমানার আতঙ্ক তাঁরা অনুভব করেছেন। শান্তি ও উন্নয়ন বলতে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন। জানেন তৃণমূল ছাড়া কেউ পাশে থাকে না। তাই লক্ষ লক্ষ তফসিলি অভিষেকের সঙ্গে থাকতে চান। আমরা আজ সভা করে সকলকে জানিয়ে দেব, শৃঙ্খলা রেখে সবাই আসুন। তৃণমূল সুশৃঙ্খল দল।’’ দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘‘অভিষেক জেলায় দুটি জনসভা করবেন। ২১ মে সভা হবে পাড়া থানার আনাড়ায়। অন্য সভাটি হবে ২২ মে মানবাজারে। যেভাবে মানুষ নিজে থেকে সভা দুটির খোঁজ নিচ্ছেন, তাতে দল নিশ্চিত যে ওই দুটি সভায় ভিড়ের রেকর্ড অতীতকে ছাপিয়ে যাবে।’’