বঙ্গ

অভিষেকের সফর ঘিরে তফসিলিদের আগ্রহে নিশ্চিত তৃণমূল, পুরুলিয়ার সভায় ভিড়ের রেকর্ড হবে

সংবাদদাতা, পুরুলিয়া : পুরুলিয়ার দুই প্রান্তে পাড়া ও মালবাজারের তফসিলি জাতি-উপজাতি-অনগ্রসর শ্রেণি অধ্যুষিত এলাকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের আসন্ন দুটি জনসভা নিয়ে আগ্রহ-উদ্দীপনা চরমে তফসিলিদের। অভিষেকের বক্তব্য শুনতে মুখিয়ে আছেন তাঁরা।

আরও পড়ুন-রাজ্যের সাড়ে ৮ কোটি টাকায় হবে, মুড়িগঙ্গা সংস্কার ও দু’পাড়ে সৌন্দর্যায়ন

বুধবার জেলা তৃণমূল কার্যালয়ে দলের এসসি-ওবিসি সেলের প্রস্তুতি বৈঠকে এই কথা বলেন সংগঠনের নেতানেত্রীরা। বৈঠকে ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী মীরা বাউরি, দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের সভাপতি বিষ্ণুচন্দ্র পাল, শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য ভোলানাথ পরামানিক, আয়োজক শাখা সংগঠনের সহ-সভাপতি সাক্সেন বাউরি, ষষ্ঠীপদ বাউরি প্রমুখ। মীরা বাউরি বলেন, ‘‘নিজের নিজের এলাকায় রোড শোগুলিতে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন তফসিলিরা। ভিড় করবেন জনসভায়। সংগঠনের সদস্য-কর্মীরা অধিবেশনেও থাকবেন।’’

আরও পড়ুন-সিডনিগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়

বিষ্ণুচন্দ্র পাল বলেন, ‘‘পুরুলিয়ায় তফসিলি জাতি, উপজাতি, ওবিসি শ্রেণির সংখ্যাধিক্য রয়েছে। অধিকাংশই গ্রামের খেটে খাওয়া মানুষ। মাও-জমানার আতঙ্ক তাঁরা অনুভব করেছেন। শান্তি ও উন্নয়ন বলতে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন। জানেন তৃণমূল ছাড়া কেউ পাশে থাকে না। তাই লক্ষ লক্ষ তফসিলি অভিষেকের সঙ্গে থাকতে চান। আমরা আজ সভা করে সকলকে জানিয়ে দেব, শৃঙ্খলা রেখে সবাই আসুন। তৃণমূল সুশৃঙ্খল দল।’’ দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘‘অভিষেক জেলায় দুটি জনসভা করবেন। ২১ মে সভা হবে পাড়া থানার আনাড়ায়। অন্য সভাটি হবে ২২ মে মানবাজারে। যেভাবে মানুষ নিজে থেকে সভা দুটির খোঁজ নিচ্ছেন, তাতে দল নিশ্চিত যে ওই দুটি সভায় ভিড়ের রেকর্ড অতীতকে ছাপিয়ে যাবে।’’

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

8 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

8 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

9 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

9 hours ago