প্রতিবেদন : এলআইসিকে (LIC- TMC) বিক্রি করা যাবে না। মানুষের সঞ্চয়কে কেড়ে নিতে চাইছে মোদি সরকার। এর বিরুদ্ধে সোমবার ধর্মতলায় বিশাল সামাবেশ করল আইএনটিটিইউসি। সংসদে তৃণমূল কংগ্রেস এলআইসির শেয়ার বিক্রি নিয়ে সরব হয়েছে। এবার পথে নামল তারা। এই প্রতিবাদের ঢেউ পৌঁছেবে দিল্লি পর্যন্ত। সোমবার তৃণমূল নেতা-নেত্রীরা কলকাতার এলআইসি বিল্ডিং-এর সামনে এক প্রতিবাদ সভায় অংশ নেন। ছিলেন মন্ত্রী শশী পাঁজা, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ছিলেন স্বপন সমাদ্দার, পূজা হাজরা, সুনন্দা সরকার, রবিন সমাদ্দার প্রমুখ বিশিষ্টরা। মন্ত্রী শশী পাঁজা বলেন, এই বেসরকারীকরণের তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল। দেশ জুড়ে শিগগিরই এর বিরুদ্ধে আরও বড় আন্দোলনে নামবে দল। সাংসদ সৌগত রায় বলেন, যারা বিমা করছেন তাঁরা যাতে কোনওভাবে বঞ্চিত না হন সেই কারণেই বিমা ক্ষেত্রগুলোকে একত্রিত করে জাতীয়করণ করা হয়েছিল। এলআইসি ভালই চলছে। কেন্দ্র ইচ্ছাকৃতভাবে এটি বিলগ্নীকরণ করতে চাইছে। এ প্রসঙ্গে তিনি ভারতের সমুদ্র বন্দরগুলোর কথা উল্লেখ করে বলেন, এই বন্দরগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। আর তা কিনছে আদানি গোষ্ঠী। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু এলআইসি নয় আরও অন্যান্য সরকারি ক্ষেত্রে বিলগ্নীকরণ করা হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব যাতে এ রোধ করা যায়। এর জন্য প্রয়োজনে আমাদের দিল্লি যেতে হবে। সেখানে প্রতিবাদী ঝড়কে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে কেন্দ্র সরকার পিছু হটতে বাধ্য হয়। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর পার্লামেন্টে লাইফ ইনসুরেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়ে এলআইসি তৈরি হয়। দেশের মানুষের কাছে ভরসার জায়গা এলআইসি (LIC- TMC)। সেটা বেসরকারীকরণ করতে চাইছে কেন্দ্র। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন চলবে।