সংবাদদাতা, তুফানগঞ্জ : মদনমোহন মন্দির ও শিব মন্দিরে পুজো দিয়ে পুরনির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থীরা। সোমবার তুফানগঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনের উপস্থিতিতে মিছিল করে মহকুমা শাসকের ট্রেজারি অফিসে মনোনয়ন দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের ৫ প্রার্থী। আগামী ২৭ ফেব্রুয়ারি পুরভোট। সোমবার তুফানগঞ্জ পুরসভার ১, ২, ৫, ৬ ও ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে রয়েছেন ১১ নম্বর ওয়ার্ড থেকে পুরবোর্ডের বিদায়ী পুরপ্রশাসক ইন্দ্রজিৎ ধর, ৬ নম্বর ওয়ার্ড থেকে তুফানগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অনন্তকুমার বর্মা, ১ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী গৌতম সরকার, ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুধাংশুশেখর সাহা এবং ৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী অম্লান বর্মা। এদিন ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইন্দ্রজিৎ ধর বলেন, ‘‘নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১২-তে ১২ পাবে।”