ত্রিপুরায় অবাধ ভোট চাই, কমিশনে দাবিপত্র তৃণমূলের

পুরনিগমের ভোটে নির্বাচনের নামে প্রহসন চালিয়েছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা৷

Must read

আগরতলা : পুরনিগমের ভোটে নির্বাচনের নামে প্রহসন চালিয়েছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা৷ বেনজির ছাপ্পা ভোট ও গেরুয়া বাহিনীর তাণ্ডবে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন ত্রিপুরার অসংখ্য বৈধ ভোটার।

আরও পড়ুন-কলকাতায় প্রয়াত কে কে, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

এমনকী বিরোধী দলের প্রার্থীরাও৷ আগামী বিধানসভা উপনির্বাচনে যাতে তার পুনরাবৃত্তি না হয় সেজন্য মঙ্গলবার ত্রিপুরার নির্বাচন কমিশন দফতরে সিইও’র কাছে স্মারকলিপি দিয়ে কড়া দাবি জানালেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের নেতারা৷ সাত দফা দাবি পেশ করে প্রদেশ তৃণমূলের রাজ্য সভাপতি সুবল ভৌমিক, প্রকাশ দাস সহ উপস্থিত নেতৃত্ব বলেন, পুরভোটের পরিস্থিতি তৈরি হলে এবার আর তা বরদাস্ত করা হবে না৷ সব বৈধ ভোটার যাতে ভয়মুক্ত পরিবেশে অবাধে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে৷

Latest article