কমল মজুমদার, জঙ্গিপুর : সবুজ ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা। দীর্ঘদিন পর বামেদের হাতছাড়া হল জঙ্গিপুর পুরসভা। গত পুরভোটে তৃণমূল যেখানে খাতাই খুলতে পারেনি, সেখানে এবার একেবারে ১৫টি আসনে জয়ী হয়ে পুর বোর্ড গড়তে চলেছে শাসক দল। তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত ১৫ জন কাউন্সিলর নিয়ে জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন জঙ্গিপুর পুরভবনে প্রবেশ করেন। কীভাবে এই পুরসভার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে সে বিষয়ে একটি আলোচনাসভাও করেন।
আরও পড়ুন-তীব্র ক্ষোভ, অচলাবস্থা বিশ্বভারতীতে
জঙ্গিপুরে ১ নম্বর ওয়ার্ড থেকে ২ হাজারের বেশি ভোটে জিতেছেন তৃণমূলের ফিরোজ শেখ। তাঁর কাছে পর্যুদস্ত সিপিআইএম প্রার্থী। ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মাইসুরা বেগমও ২ হাজারের বেশি ভোটে জিতেছেন। ৬ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী শাহনাজ খাতুনের জয়ের ব্যবধান প্রায় ২,৩০০ ভোট। জিতেছেন দলের অন্য ১২ প্রার্থী তাসলিম শেখ, কাকলি মণ্ডল, নিবেদিতা সিংহ, নাজেবুন্নেশা বিবি, জইদুর রহমান, সন্তোষ চৌধুরী, অতীন হালদার, তনুপমা পাহাড়ি নন্দ, পুরুষোত্তম হালদার, বীথিকা হালদার, ইসলাম মফিজুল এবং জাহানারা বিবি। ২১ ওয়ার্ডের জঙ্গিপুর পুরসভায় বাম ও বিজেপি আক্ষরিক অর্থেই ভোটযুদ্ধে ধরাশায়ী।
আরও পড়ুন-পুরভোটে নজরকাড়া জয় মহিলাদের
বিধায়ক জাকির হোসেন বলেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি মানুষের আস্থা। মানুষের এই আস্থাকে সম্মান জানিয়ে এখানে উন্নয়নকেই গুরুত্ব দেওয়া হবে। মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস উন্নয়নের সরকার। তাই বাম-কং-পদ্ম-কে সমূলে উচ্ছেদ করেছে তারা। তৃণমূল কংগ্রেস প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে দিয়েছে উন্নয়নের জোয়ার। এই দল বোর্ড গঠন করলে যে আগামী দিনে বিপুল উন্নয়ন হবে তা জঙ্গিপুরের বাসিন্দারা বুঝেছিলেন। ভোটবাক্সে তারই প্রতিফলন ঘটেছে।