বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীনভাবে ব্যঙ্গ করায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের ওপর ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। বুধবার রাজ্যসভায় গিরিরাজ সিংয়ের উপস্থিতিতে বিষয়টি তুলে ধরে তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (TMC MP Santanu Sen)। একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য ও অঙ্গভঙ্গি করার তীব্র প্রতিবাদ জানান সাংসদ। এর প্রতিবাদে আগামিকাল, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংসদ চত্ত্বরে গান্ধী মূর্তির পাদদেশে গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন তৃণমূলের মহিলা সাংসদরা।
রাজ্যসভায় এদিন শান্তনু সেন (Santanu Sen) বলেন, ” একজন কেন্দ্রীয় মন্ত্রীর দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এহেন অঙ্গভঙ্গির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সময় সভা পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংকে শান্তনু সেন বলেন, “প্রয়োজনে সেই ভিডিও আমি পেশ করতে পারি। এই বিষয়টিতে নজর দেওয়া উচিত।”
আরও পড়ুন- তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস
একইসঙ্গে গিরিরাজের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভিডিও বার্তায় বলেছেন, “কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দুঃখজনক মন্তব্য করেছেন। আপনারা এবং বিজেপি দল প্রতিদিন মহিলা বিরোধী মন্তব্য করেন, আর আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখাচ্ছেন কোনটা উচিত আর কোনটা নয়? আপনারা যেভাবে রাজ্যের মানুষের মনরেগার টাকা আটকে রেখেছেন, সেটা আপনাদের উচিত নয়।” পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলে মহুয়া লিখেছেন, “দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে আপনার এই মন্তব্য আপনার বিকৃত মানসিকতার প্রকাশ। আমরা উৎসব পছন্দ করি, আমরা আমাদের ঠুমকা পছন্দ করি। আমরা আনন্দ করি কারণ, বাংলায় বিজেপি কোনওদিনই ক্ষমতায় আসতে পারবে না।”