ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুতপাত, মৃতের সংখ্যা বেড়ে ২৩

Must read

ভয়াবহ অগ্ন্যুতপাত ইন্দোনেশিয়ায় (Indonesia volcano)। পশ্চিম সুমাত্রার মাউন্ট মারাপিতে অগ্নুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে হল ২৩। বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা গিয়েছে।

রবিবার মাউন্ট মারাপিতে আচমকা অগ্নুৎপাত হয়। তখন সেখানে ৭৫ জন পর্বতারোহী ছিলেন তারমধ্যে ১১ জন পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারও মাউন্ট মারাপিতে পাঁচটি অগ্ন্যুৎপাত (Indonesia volcano) হয়েছে। আগ্নেয়গিরি ছাই পড়ে আশেপাশের গ্রামগুলো ঢেকে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। আগ্নেয়গিরির কাছে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন- বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে ২ সন্ত্রাসী গোষ্ঠীর গুলির লড়াই, মৃত একাধিক

Latest article