নিউজ ডেস্ক: খড়্গপুর দিলীপ ঘোষের খাসতালুক, এটাই দাবি বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এই লোকসভা কেন্দ্র থেকেই জিতেছেন বিজেপি-র কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু এবার ফিকে হয়ে গেল গেরুয়া। সবুজ আবিরে ঢাকল রেল-শহর। খড়্গপুরের ৩৫টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২০টি আসনে জয়ী। কংগ্রেস ও বিজেপি ৬টি করে ওয়ার্ডে জয়ী। ২টি ওয়ার্ড গিয়েছে বামেদের দখলে। নির্দল পেয়েছে ১টি ওয়ার্ডে।
আরও পড়ুন-সাহায্য করুন, ছেলেকে ফেরাতে আর্তি বাবা-মায়ের
খড়্গপুর (Khagpur) রেলশহরে মাফিয়া যোগের অভিযোগ ওঠে মাঝে মধ্যেই। ২০১৬ সালে প্রথম খড়্গপুর বিধানসভায় থেকে জেতেন দিলীপ ঘোষ। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনেও সেখানে গেরুয়া আধিপত্য ছিল। এ বার পুরবোর্ডে দখল করা কার্যত চ্যালেঞ্জ ছিল তৃণমূলের কাছে। বিজেপি কিছুটা আত্মবিশ্বাসে ভুগলেও, এক ছটাক জমিও ছাড়তে রাজি ছিল না তৃণমূল। তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। রোড-শো করেন মন্ত্রী মানস ভুঁইয়া, বিধায়ক অজিত মাইতি, জুন মালিয়ারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার ফলেই এই জয় বললে মত তৃণমূল নেতত্বের।