সাহায্য করুন, ছেলেকে ফেরাতে আর্তি বাবা-মায়ের

আশিসের মতো অনেক ভারতীয়ই রয়েছেন বাঙ্কারে। এরপর থেকে চিন্তায় রয়েছে পরিবারটি। ছেলে কীভাবে নিরাপদে বাড়ি ফিরবে এখন একটাই চিন্তা বাবা-মায়ের।

Must read

ব্যুরো রিপোর্ট : যুদ্ধবিধস্ত ইউক্রেনে আটকে গ্রামের ছেলে। খবর এসেছে জল এবং খাবার প্রায় শেষ। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। চিন্তায় পরিবার-সহ গ্রামবাসীরা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের প্রত্যন্ত কাজিপাড়ার ছেলে আশিস বিশ্বাস। ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছেন। ছোট একটি দোকান চালিয়ে কোনওরকম টাকা জোগাড় করে ছেলের পড়ার খরচ জোগাড় করেন বাবা বাবন বিশ্বাস। মা রেখা বিশ্বাস গৃহবধূ।

আরও পড়ুন-চণ্ডীগড় ম্যাচেও হয়তো একই দল, কাল ফের মাঠে ঈশ্বরণরা

এক বোন রয়েছে আশিসের। করোনার কারণে লকডাউনের সময় বাড়ি এসেছিলেন আশিস। দীর্ঘদিন বাড়িতে থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই গতবছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে ফিরে যান আশিস। ফোনে নিয়মিত কথা হয় বাবা-মায়ের সঙ্গে। কিন্তু বর্তমানে যুদ্ধের পরিস্থিতি। বদলে গিয়েছে সবকিছুই। রাশিয়া যুদ্ধ ঘোষণার পর থেকেই ছেলের সঙ্গে নিয়মিত কথা হত না বাবা-মায়ের। এরপরই আশিস একদিন ভিডিও কল করে বাবা-মাকে জানান, যুদ্ধ চলছে। পড়েছে বোমা। খাবার, জল প্রায় শেষ।

আরও পড়ুন-ত্রিস্তরীয় নিরাপত্তায় শুরু ১০৮ পুরসভার নির্বাচনের গণনা 

আশিসের মতো অনেক ভারতীয়ই রয়েছেন বাঙ্কারে। এরপর থেকে চিন্তায় রয়েছে পরিবারটি। ছেলে কীভাবে নিরাপদে বাড়ি ফিরবে এখন একটাই চিন্তা বাবা-মায়ের। প্রশাসনের কাছে পরিবারটির কাতর আর্তি, ‘‘আমাদের সাহায্য করুন। ওদের বাড়ি ফেরান।’’

Latest article